Sunday, August 24, 2025

খাস কলকাতায় নাবালক পাচারচক্রের পর্দা ফাঁস

Date:

Share post:

লকডাউনের সকালে খাস কলকাতা থেকে ২১জন নাবালককে উদ্ধার করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। উদ্ধার হওয়া নাবালকেরা সকলেই বিহারের সমস্তিপুরের বাসিন্দা। তাঁদের বয়স ১৫ বছর থেকে ১৭ বছরের মধ্যে। একই সঙ্গে তাদের সঙ্গে থাকা তিনজন যুবককেও গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সূত্রে পেয়ে, রবিবার রাত থেকেই বাবুঘাটে ঘাঁটি গেড়েছিল কলকাতা পুলিশের একটি টিম। সোমবার সকালে নির্দিষ্ট সেই বাস ঢুকতেই পুলিশ ওই ২১জন নাবালক ও তাদের সঙ্গে থাকা ৩জন যুবককে আটক করে। ধৃতরা হল মহম্মদ এহসান, মহম্মদ আফজাল ও মহম্মদ চাঁদ। আফজালই এই পাচার চক্রের পাণ্ডা বলে জানতে পেরেছে পুলিশ। পরিকল্পনা ছিল, বিহার থেকে দূরপাল্লার বাসে করে নাবালকদের নিয়ে কলকাতায় এসে, সেখান থেকে তাদের দেশের বিভিন্ন শহরে পাচার করে দেওয়া হবে।

অভিযুক্ত তিন যুবক ও নাবালকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশের প্রাথমিক অনুমান, এই চক্রের পিছনে বড় কোনও মাথা কাজ করছে। তাদের লক্ষ্য, গরিব পরিবারের ছেলেদের খাবার ও কাজের টোপ দিয়ে পাচার করা। সম্ভবত এই ২১জন নাবালককেও সেই টোপ দিয়েই পাচার করা হচ্ছিল।

সোমবার, উদ্ধার হওয়া নাবালকরা অত্যন্ত পিছিয়ে পড়া পরিবারের। অনেকেই ঠিক করে দুবেলা খাবার জোটে না। রোজগারের পাশাপাশি ভাল খাবারের প্রলোভনও তাদের দেখানো হয়েছিল বলে অনুমান। যে রায়না নাবালকরা জানিয়েছে, কলকাতার বিভিন্ন চায়ের দোকানে তাদের কাজ দেওয়া হবে বলে প্রলোভন দেখিয়ে ছিলেন আফজলেরা।

কিন্তু পুলিশের অনুমান, চায়ের দোকানে কাজ দেওয়ার কথা টোপ মাত্র। এদের পাচার করার ছক নিয়েই এখানে আনা হয়েছিল। কারণ, একসঙ্গে এতগুলি ছেলেকে এই পরিস্থিতিতে কোনো জায়গাতেই কাজ দেওয়া বাস্তব নয়।
এখন প্রশ্ন, কী উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল? অপরাধ বিশেষজ্ঞদের মতে, নাবালিকা, তরুণীদের মতোই নাবালকদেরও পশ্চিম এশিয়ার যৌন ব্যবসায় চাহিদা রয়েছে। সে জন্যই সম্ভবত এদের পাচার করার ছক কষা হচ্ছিল। এখন মধ্য প্রাচ্যে যৌন ব্যবসার জন্য নাবালকদের চাহিদা খুব বেড়ে গিয়েছে বলে সূত্রের খবর। সম্ভবত এই নাবালকদের বাংলাদেশ নিয়ে গিয়ে সেখান থেকে মধ্য প্রাচ্যের দেশে পাচারের পরিকল্পনা ছিল।

আরও পড়ুন- প্রোমোটারি রাজ: মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় দাঁড় করিয়ে রাখার অভিযোগ

spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...