Tuesday, November 11, 2025

ভোডাফোন-আইডিয়া এখন ‘ভিআই’, জেনে নিন নতুন প্ল্যানগুলি

Date:

Share post:

টেলিকম সংস্থা আইডিয়া এবং ভোডাফোন সংযুক্তিকরণের পর বদলে গেল নাম। শুধু নাম নয় বদলালো লোগোও। ভোডাফোন আইডিয়ার নতুন নাম হল ‘ভিআই’।

দু’বছরেরও কম সময়ের মধ্যে বিশ্বের বৃহত্তম সংযুক্তিকরণ সম্ভব হয়েছে, জানিয়েছেন ভোডাফোন আইডিয়া’র সিইও রবিন্দর টক্কর। এখন কর্তৃপক্ষের আশা, দেশের এক নম্বর মোবাইল পরিষেবা সংস্থা হবে এই ‘ভিআই’।

প্রসঙ্গত, টেলিকম সংস্থাগুলির বকেয়া স্পেক্ট্রাম ও লাইসেন্স ফি সংক্রান্ত মামলার সম্প্রতি চূড়ান্ত রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। মোট ৫৮,২৫৪ কোটি বকেয়া মেটাতে হবে ভোডাফোনকে। এখনও পর্যন্ত মাত্র ৭৮৫৪ কোটি টাকা তারা মিটিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ১০% দিতে হবে আগামী মার্চ মাসের মধ্যে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই জরুরি বৈঠকে শেয়ার ছেড়ে এবং ঋণপত্রের মাধ্যমে ২৫ হাজার কোটির তহবিলের পরিকল্পনায় সায় দিয়েছেন ভোডাফোন আইডিয়া পর্ষদ। এই ঘোষণার পর এই সংস্থার শেয়ারদর ১৩ শতাংশ-র বেশি উঠেছিল। তবে নয়া সংযুক্তিকরণ ঘোষণার মাধ্যমে আরও বেশি লাভ আশা করছে টেলিকম সংস্থা।

সোমবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “ভোডাফোন আইডিয়া এবার রিব্র্যান্ডিং হয়ে ‘ভিআই’ হল। ব্রিটিশ টেলিকম সংস্থা ভোডাফোন গ্রুপ বছর তিনেক আগেই ভারতের কুমারমঙ্গলাম আইডিয়া সেলুলার অধিগ্রহণ করে। তারপর থেকেই সংস্থার পরিচিতি ছিল ভোডাফোন আইডিয়া হিসেবে। দুটি সংস্থার লোগোই ব্যবহার হতো। এবার তা এক হয়ে নতুন নাম ও লোগো চালু হলো। সোমবার ভোডাফোন গ্রুপের সিইও নিক রিড এক ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমেই এই ঘোষণা করেন।

রিলায়েন্স জিও আসার পর থেকেই মার্কেট শেয়ার কমে যাওয়ার আশঙ্কা করছিল ভোডাফোন। তাই এক সময়ে বাজারে অদ্বিতীয় শক্তি হিসেবে টিকে থাকতে সংস্থা সংযুক্তিকরণ এর কথাই চিন্তা করছিল এ সংস্থার পরিচালন পর্ষদ। একসময় জিওর সঙ্গে সংযুক্তিকরণের কথাও উঠেছিল। তবে পরবর্তীতে আইডিয়া সেলুলারের সঙ্গে মিশে যায় ভোডাফোন।

জেনে নিন নয়া সংস্থা ভিআই-এর মোবাইল প্ল্যান গুলি

আরও পড়ুন- কঙ্গনার অফিসে বৃহন্মুম্বই পুরসভার তল্লাশি, অভিযোগ রাজনৈতিক অভিসন্ধির

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...