Sunday, November 9, 2025

কংগ্রেসে রদবদল, স্টিয়ারিং নবীনদের হাতে, বাংলার পর্যবেক্ষক জিতিন প্রসাদ

Date:

Share post:

জাতীয় কংগ্রেসের সাংগঠনিক কঠামোয় বড়মাপের সংস্কার৷ দলে রাহুল গান্ধী অনুগত ‘যুবা বাহিনী’ আরও ক্ষমতাশালী হয়েছে৷ পাশাপাশি যে ২৩ নেতা সোনিয়া গান্ধীকে চিঠির মাধ্যমে পদ থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, তাদের সরাসরি উপেক্ষাই করা হয়েছে৷ কংগ্রেস সভানেত্রীর এই সিদ্ধান্ত আরও একবার সামনে নিয়ে এলো দলে নবীন- প্রবীণ সংঘাতের বিষয়টি৷

প্রবীণ নেতা গুলাম নবি আজাদ সাম্প্রতিক কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের অন্তর্বর্তীকালীন প্রধান সোনিয়া গান্ধীর বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার ‘শাস্তি’ পেলেন৷ সাধারণ সম্পাদকের পদ থেকে তাঁকে সরানো হয়েছে৷ আজাদকে সরিয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে বসানো হয়েছে বলেও জল্পনা রাজনৈতিক মহলে। ফলে,উত্তরপ্রদেশে দলের স্টিয়ারিং চলে গেলো গান্ধী-পরিবারের হাতেই৷ পদ খুইয়ে আজাদ এখন কী করেন, সেদিকেই নজর রাখবে দলের হাই কম্যাণ্ড৷ যা পরিস্থিতি, আজাদ প্রতিক্রিয়ায় দলবিরোধী আচরণ প্রদর্শন করলে, কংগ্রেস থেকে বহিষ্কার পর্যন্ত হতে পারেন৷ আজাদ ছাড়াও অম্বিকা সোনি, মতিলাল ভোরা এবং মল্লিকার্জুন খাড়গেকে এআইসিসির সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

রদবদলে বড় লাভ হয়েছে রাহুল গান্ধীর অনুগত রণদীপ সুরজেওয়ালা’র৷ কংগ্রেস সভানেত্রীকে পরামর্শ দেওয়ার যে উচ্চ ক্ষমতাসম্পন্ন ৬ সদস্যের কমিটি, সেখানেই জায়গা পেলেন সুরজেওয়ালা৷

পাশাপাশি, বঙ্গ কংগ্রেসের পর্যবেক্ষক পদ থেকে সরানো হয়েছে গৌরব গগৈকে। তাঁর জায়গায় বাংলার পর্যবেক্ষক পদে এলেন জিতিন প্রসাদ।দু’দিন আগেই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন সোনিয়া গান্ধীর বিশ্বস্ত অধীর চৌধুরি৷ তারপরই রাজ্যের পর্যবেক্ষকের পদ থেকে ছেঁটে ফেলা হল গৌরব গগৈকে। কংগ্রেস অন্দরের খবর, গৌরব গগৈকে সরানো হয়েছে অধীরের কথাতেই৷ গগৈ-য়ের জায়গায় আসা জিতিন প্রসাদ এতদিন বিক্ষুব্ধদের দলে ছিলেন৷ নিজের ঘনিষ্ঠ এই তরুণ নেতাকে ফিরিয়ে এনে আপাতত তাঁর উপরেই আস্থা রাখলেন রাহুল গান্ধী৷

দলের অন্দরের ধারনা, আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই যুব ব্রিগেডকে সামনে আনা হলো৷

রদবদলের পর দলের চিত্র এইরকম, প্রিয়াঙ্কা গান্ধী উত্তর প্রদেশের দায়িত্বে৷ রাহুল গান্ধীর অনুগত মানিকাম ঠাকুর তেলেঙ্গানার দায়িত্বে৷ হরিশ রাওয়াত পাঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক৷ তারিক আনোয়ার কেরালা ও লাক্ষাদ্বীপের দায়িত্বে৷ জিতেন্দ্র সিং অসম এবং ওমেন চান্ডি অন্ধ্রপ্রদেশের দায়িত্বে এলেন।

কংগ্রেস ওয়ার্কিং কমিটি বা CWC-র নতুন সদস্য হলেন দিগ্বিজয় সিং, রাজীব শুক্লা, মানিককাম ঠাকুর, প্রমোদ তিওয়ারি, জয়রাম রমেশ, এইচ কে পাতিল, সালমান খুরশিদ, পবন বনশল, দীনেশ গুন্ডুরাও, মণীশ চাত্রাথ এবং কুলজিৎ নাগরা।

অম্বিকা সোনিকে সাংগঠনিক বিষয়ে সোনিয়া গান্ধীকে সাহায্য করার জন্য গঠিত বিশেষ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন একে অ্যান্টনি, আহমেদ প্যাটেল, কেসি ভেনুগোপাল, মুকুল ওয়াসনিক, অম্বিকা সোনি এবং রণদীপ সুরজেওয়ালা৷

আরও পড়ুন- নীলাঞ্জনাই আজকের মহিলাদের অনুপ্রেরণা! “সাহসিনী”-কে কুর্নিশ মিমির

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...