Friday, August 22, 2025

শোভনকে ল্যাম্পপোস্ট-থাম, অভিনেতা বলে কটাক্ষ করলেন দলের নেতা তথাগত!

Date:

Share post:

অভিজিৎ ঘোষ

ইচ্ছাকৃতভাবে না বয়সকালে স্মৃতি বিশ্বাসঘাতকতা করল! বিজেপি নেতা তথাগত রায় তাঁর দলেরই সদ্য রাজ্য কমিটিতে আশা শোভন চট্টোপাধ্যায়কে জল-শোভন বলে কটাক্ষ করলেন। তাঁকে ল্যাম্পপোস্ট বললেন। শুধু তাই নয় অভিনেতা বলতেও কসুর করলেন না!

পরম্পরা মেনে রাইটস-এর প্রাক্তন ইঞ্জিনিয়ার এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের প্ররোচনামূলক পোস্ট অব্যাহত। মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের মন্ত্রীদের তিনি যে ভাষায় কটাক্ষ করেছেন তা শোনা গিয়েছে একমাত্র কঙ্গনা রানাওয়াতের মুখে। কঙ্গনা যেমন মুখ্যমন্ত্রীকে তুই-তোকারি করে নেটিজেনদের ক্ষোভের মুখে। তেমনি পড়তে হলো তথাগতকেও।

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলতে গিয়ে তথাগত ট্যুইটারে তাঁদের পদবী উল্লেখ করে ডাক নামে ডেকেছেন। শুধু তাই নয়, রাজ্য মন্ত্রিসভার সদস্যদের ল্যাম্পপোস্ট বা থাম বলার লোভও সামলাতে পারেননি। তথাগতর এই অকারণ ব্রাহ্মণ্যবাদ নিয়ে ‘অসভ্যতা’ দেখে নাগরিক মহলে তুমুল সমালোচনা।

কী লিখেছেন তথাগত রায়? তিনি লিখছেন…”পশ্চিমবঙ্গের ল্যাম্পপোস্ট, না না ল্যাম্প-থাম উবাচ : তৃণমূল নাকি মেরুকরণের রাজনীতি করে না! আমার চোখের সামনে ভাসছে একটি দৃশ্য : ব্যানার্জি (মমতা), মুখার্জি (সুব্রত) এবং চ্যাটার্জি (জলশোভন) একসাথে নামাজের অভিনয় করছেন!” সমালোচনার লোভ সামলাতে পারেননি তথাগত। যে শোভন চ্যাটার্জিকে জলশোভন বলে কটাক্ষ করেছেন, সেই প্রাক্তন মেয়র যে সদ্য তাঁর দলের রাজ্য কমিটির সদস্য হয়েছেন, একথা বোধহয় ভুলে গিয়েছেন। নিন্দুকেরা তাই বলছেন, বয়স হলে স্মৃতি বিপথগামী হয়।

যদিও যে ট্যুইটারে তিনি বিপ্লব করেছেন, সেই ট্যুইটারে বাংলার জনগণ তাঁকে সমুচিত জবাব দিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মসজিদে গিয়ে ফেজ টুপি পড়ে প্রার্থনা করার ছবি দিয়েছেন তাঁরা। তারপরেই প্রশ্ন, এগুলো তাহলে কী! এগুলো মেরুকরণ না সরলীকরণ? এ নিয়ে রীতিমতো হাসির উদ্রেক রাজনৈতিক মহলে।

রাজনৈতিক মহল অবশ্য তথাগতকে সিরিয়াসলি নেন না। কারণ বিজেপিই তাঁকে ধর্তব্যে রাখে না। তাই আড়াইশো জনের রাজ্য কমিটিতে তিনি উপেক্ষিত। তথাগতর এই ধরণের ‘অসংলগ্ন’ আচরণের যথাযথ জবাব দিতে পারবেন তাঁর সহোদর তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়।

আরও পড়ুন : এক ব্যক্তি এক পদ নীতিতে লোকসভার কং দলনেতা অধীরের বদলে অন্য কেউ?

spot_img

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...