সাজাপ্রাপ্ত আসামীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ওয়াটগঞ্জে

সাজাপ্রাপ্ত এক আসামীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ওয়াটগঞ্জ এলাকায়। খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামীর দেহ উদ্ধার হয় বৃহস্পতিবার সন্ধেয়‌। সম্প্রতি প্যারোলে বাড়ি এসেছিল সেই আসামী।

আত্মহত্যা নাকি হত্যা? ধন্দে পুলিশ। তার দেহ উদ্ধারের ঘটনায় দানা বেঁধেছে রহস্য। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

উল্লেখ্য, এখন থেকে দীর্ঘ ২২ বছর আগে ১৯৯৮ সালে ওয়াটগঞ্জ থানা এলাকায় এক ব্যক্তি খুন হন। খুনের ঘটনায় মৃতের দুই ভাগ্নে ও তাদের দুই বন্ধু-সহ মোট ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। বিচারে ধৃতদের দোষ প্রমাণিত হয়। দোষী সাব্যস্ত ৪ জনের প্রত্যেকেরই যাবজ্জীবন হয়। এদেরই মধ্যে একজন ছিল অশোক। এদিন তারই দেহ উদ্ধার হয়েছে। তার বাড়ি ওয়াটগঞ্জ থানা এলাকার ৪১ ড. সুধীর বোস রোডে।

আরও পড়ুন : সেনাদের জলের প্রয়োজনে ১০ হাজার বছরের পুরনো লেকের খোঁজ