Thursday, January 15, 2026

সাদা কালোর জমানা কাটিয়ে এবার বারকোড যুক্ত রঙিন ভোটার পরিচয়পত্র বিলি রাজ্যে

Date:

Share post:

সাদা কালোর দিন শেষ। এবার নতুন ভোটারদের জন্য আনা হচ্ছে রঙিন সচিত্র ভোটার পরিচয়পত্র। যা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মতো শক্তপোক্ত হবে। জানা গিয়েছে, নতুন এই ভোটার কার্ড পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি করা হয়েছে। ফলে সহজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন ভোটার কার্ড বিলি করার কাজ। পূর্ব বর্ধমানে প্রায় ২ লক্ষ ৬৫ হাজার নতুন ভোটাররা এই কার্ড পেয়েছেন। এপিক নম্বর এর পাশাপাশি নতুন কার্ডে থাকবে ১০ সংখ্যার একটি আইডি নম্বর এবং বারকোড। বারকোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট ভোটার সম্পর্কে পাওয়া যাবে সব তথ্য। জানা গিয়েছে, এই কার্ডে এমন একটি নম্বর রয়েছে যা খালি চোখে দেখা যায় না। নির্বাচন কমিশনের আধিকারিকরা বিশেষ প্রযুক্তির মাধ্যমে এই নম্বর দেখতে পাবেন।

এই রঙিন কার্ড কি শুধুই নতুন ভোটারদের জন্য? নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান, ২৫ টাকার বিনিময়ে নতুন ভোটার কার্ড দেওয়ার এক ব্যবস্থার কথা ভাবা হয়েছিল। কিন্তু এ নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি কমিশন। তাই আপাতত নতুন ভোটারদের জন্যই রঙিন কার্ড দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, যাদের পুরনো কার্ড রয়েছে সেই কার্ড ব্যবহার করা যাবে। সেই কার্ড দিয়েও ভোট দেওয়া যাবে।

আরও পড়ুন- সাদা কালোর জমানা কাটিয়ে এবার বারকোড যুক্ত রঙিন ভোটার পরিচয়পত্র বিলি রাজ্যে

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...