Saturday, November 15, 2025

বেহাল রাস্তা, অবিলম্বে সারাক প্রশাসন

Date:

Share post:

অভিজিৎ রাউত : তৃনমূল সরকার গঠন হওয়ার ২ বছরের মধ্যে যে পরিবর্তনটা সবার আগে মানুষের চোখে পরেছিল সেটা রাস্তা ঘাট।
৫ বছরের মধ্যে পূর্ত বিভাগ যে কাজটা করেছিল সেটাকে ভালো বললেও কম বলা হবে।
এই সরকার বুঝতে পেরেছিল রাস্তাঘাটের উন্নতি না করলে রাজ্যের অর্থনৈতিক চাকা কোনভাবেই ঘোরানো সম্ভব নয়।

তবে অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি আমফান ও বৃষ্টির পর সেই অধিকাংশ রাস্তার অবস্হা খুব খুব খারাপ।
কিছু কিছু জায়গাতে আর রাস্তা বলেই কিছু নেই।
দক্ষিনবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র চিত্রটা এক।

এই লেখার মাধ্যমে আমি কিছু কিছু রাস্তার কথা শুধু উল্লেখ করে সরকারের দৃষ্টি আর্কষণের চেষ্টা করছি।যেখান থেকে চলাচল করলে জীবনের ঝুঁকি অসম্ভব এবং গাড়ির প্রচন্ড ক্ষতির সম্মুখীন হতে হবে।নিচে উল্লেখিত প্রত্যেকটি রাস্তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১-মোছোগ্রাম থেকে ঘাটাল যাবার ২৪ কি.মি রাস্তা।

২-মল্লারপুর থেকে রামপুরহাট যেতে প্রায় ১০ কি.মি রাস্তা।

৩-নবদ্বীপ থেকে কালনা যাবার ১১ কি.মি রাস্তা।

৪- নতুনহাট থেকে বর্ধমান যাবার ৭ কি.মি

৫-আশানগর থেকে মাঝদিয়া ২৪ কি.মি

৬-ডোমকল থেকে ইসলামপুর

৭-ময়নাগুড়ি থেকে পাহাড়পুর

৮-বেলাকোবা থেকে ফাটাপুকুর

৯-গোসানিমাড়ি থেকে সিতাই

১০-দেওয়াহাট থেকে বলরামপুর

আরো অনেক আছে।ছোট খাটো গর্ত আর ভাঙা রাস্তাতো অজস্র।

সামান্য বৃষ্টি হলেই নতুন রাস্তার এরকম কঙ্কাল সার চেহারা হবে কেন?

সরকারের কাছে আবেদন,যে সংস্হাগুলোকে রাস্তার বরাদ্দ দেওয়া হচ্ছে তাদের কালো তালিকাভুক্ত করা হোক।

কিছু অফিসার এর মধ্যে জড়িত।যারা সরকারকে অপদস্ত করতে চায়।এদের চিহ্নিত করা হোক।

কিছু স্হানীয় নেতা ঠিকাদার সংস্হা থেকে কমিশন দাবি করছে।যার প্রভাব পরছে রাস্তা তৈরির সময়।আর মূল্য চোকাতে হচ্ছে সাধারণ মানুষ অর সরকারকে।

সরকারের কাছে একান্ত অনুরোধ আপনারা এই বিষয়টা একটু দেখুন।পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকদের এই সমস্যার সম্মুখীন প্রত্যেক বছর যাতে না পোহাতে হয়।আর রাজকোষ যাতে কিছু অসাধু মানুষের জন্য খালি না হয়ে যায়।

সবশেষে বলি শুধু রাজ্য সড়ক নয়।জাতীয় সড়কগুলোর অবস্হা তথৈবচ।এন.এইচ ২ হোক বা এন.এইচ ৩৪ অবস্থা একই রকম।এরা আমাদের থেকে কেন টোল নেবে?এরকম রাস্তার অবস্থা যেখানে।

তাই বাড়ি থেকে বেরোলে সাবধান আর গাড়ির গতিবেগ যাতে সবসময় নিজের নিয়ন্ত্রণে থাকে।

আরও পড়ুন-গোয়ালতোড় আগ্নেয়াস্ত্র কাণ্ডে সরাসরি সিপিএমকে দায়ী করলেন তৃণমূল সাংসদ

 

spot_img

Related articles

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ (Kolkata...

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...