Saturday, November 8, 2025

আজই আনুষ্ঠানিক যাত্রা শুরু ফুলবাগান মেট্রোর

Date:

Share post:

২৫ বছর পর ফের পাতাল প্রবেশ কলকাতা মেট্রোর। আজ, রবিবার থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা। দিল্লির রেল ভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গয়ালের। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয়।

সোমবার থেকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে ফুলবাগান মেট্রো। এই পরিষেবা চালু করার জন্য গত এক সপ্তাহ ধরে মহড়া হয়েছে। ফুলবাগান স্টেশন চালু হলে ইস্ট-ওয়েস্ট মেট্রো পথের দৈর্ঘ্য হবে প্রায় ৫ কিলোমিটার। রেল সূত্রে খবর, থেকে ফুলবাগান পর্যন্ত সেই সর্বোচ্চ ভাড়া হবে ২০ টাকা। এতদিন সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ভাড়া ছিল ১০ টাকা। সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত পৌঁছতে সময় লাগবে প্রায় ১৬ মিনিট।

চলতি বছর ১৪ ফেব্রুয়ারি সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা শুরু হয়। এরপর মার্চ মাস থেকে দেশ জুড়ে শুরু হয় লকডাউন। জুন মাসে আনলক শুরু হতেই ফুলবাগান পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ শুরু হয়। এদিনের উদ্বোধনের জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রোর একটি রেক ফুলবাগান স্টেশনের আপ প্ল্যাটফর্মে থাকবে। প্ল্যাটফর্মে থাকছে জায়ান্ট স্ক্রিন। চালক যাতে সরাসরি রেলমন্ত্রীর পতাকা নাড়া দেখতে পান তার জন্যই এই ব্যবস্থা। পতাকা নাড়ালেই ওই রেক ফুলবাগান থেকে সেক্টর ফাইভের দিকে ছুটবে। মেট্রো ভবন থেকে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার, ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণ সংস্থা কেএমআরসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর-সহ শীর্ষ আধিকারিকরা।

আরও পড়ুন:বাম-কংগ্রেস ছাত্র সংগঠনের প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার ধর্মতলা চত্বর

spot_img

Related articles

এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা জয় বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ারের

আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ার। ২২টি দেশকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন থ্রো...

আউট না হয়েও প্যাভিলিয়নে ফিরলেন অভিষেক-গিল,পঞ্চম টি-টোয়েন্টির শুরুতেই ছন্দপতন

ব্রিসবেনে আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ান বোলারদের ছন্দ নষ্ট করতে পঞ্চম টি-টোয়েন্টির (Ind vs Aus 5th T20) শুরু থেকেই স্বমহিমায়...

SIR আতঙ্কে মৃতদের পাশে তৃণমূল: অভিষেকের নির্দেশে তৈরি বিশেষ কমিটি

এসআইআর আতঙ্কে রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭, ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। কোথাও নাম না থাকার আতঙ্কে হৃদরোগে...

প্রার্থনায় রাজ্য সঙ্গীত: স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির গুরুত্বও বিবেচ্য, GTA-র সঙ্গে বিরোধের গুজব উড়িয়ে জানালেন ব্রাত্য

রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনায় রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার...