Thursday, August 21, 2025

পুজোয় বিশিষ্ট স্থান দেখাবে দোতলা বাস, উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পুজোর মুখে শহরবাসীকে রাজ্য সরকারের উপহার, ফিরল ডাবল ডেকার। ১৫ বছর পরে নস্টালজিয়া জাগিয়ে মহানগরীর বুকে দোতলা বাস। মঙ্গলবার, নবান্ন থেকে দুটি ডাবলডেকার বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই বাস কলকাতার পর্যটনে বিশেষ ভূমিকা নেবে শুধু তা-ই নয় পুজোর সময় পরিক্রমার ক্ষেত্রেও ডবলডেকার শহরবাসীর মন জয় করবে বলে আশা মুখ্যমন্ত্রীর। জনপরিবহণের জন্য নয়, দোতলা বাস ফিরছে পর্যটনের আকর্ষণ হিসেবে; সম্পূর্ণ নতুন চেহারায়।
বিশিষ্ট জায়গাগুলি ঘুরে দেখাবে এই দোতলা বাস। পুজো পরিক্রমা করা যাবে তাতে।
সকাল সাড়ে ১০টা ও সাড়ে ১১টা এই দুটি সময় বাস ছাড়বে। দু’ঘণ্টার সফর থাকছে হুডখোলা ডাবল ডেকারে ।
সপ্তমী থেকে অনলাইনে এই বাসে বুকিং করা যাবে।

পুজোর আগে দোতলা বাস ঘিরে নানা আবেগ উস্কে দিয়েছে রাজ্য সরকার। তবে, লাল রং নয়, দোতলা বাস ফিরেছে নীল-সাদা রঙে, অত্যাধুনিক সাজে। অনেকটা লন্ডন সিটি ট্যুরের আদলে হুড খোলা দোতলা বাস।
রয়েছে সিসিটিভি, প্যানিক বাটন, অটোম্যাটিক দরজা, ডেস্টিনেশন বোর্ড। এই বাসে একটিই দরজা থাকবে। বাসের ভিতরে থাকছে ছাদে ওঠার সিঁড়ি। মোট আসন ৫১টি, এর মধ্যে দোতলায় ১৭টি।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী বলেন, পুজোর সময় ভাইরাস সংক্রমণ রুখতে সর্তকতা অবলম্বন করতেই হবে। মাস্ক পরার উপর বিশেষ জোর দেন তিনি। একই সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রেখে উৎসব পালনের পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান শিল্পীদের অনুষ্ঠান না করতে পেরে সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে পুজোর মণ্ডপ থেকে দূরে হলের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা বলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-“জাগো তুমি জাগো মা”, জাগো বাংলার পুজো সংখ্যায় অশুভ শক্তিকে বিনাশের ডাক মমতার

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...