Thursday, August 21, 2025

আরও বিপাকে অর্জুন সিংয়ের ভাইপো, বাড়ি থেকে মিলল গুরুত্বপূর্ণ নথি

Date:

Share post:

আরও বিপাকে অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু। ব্যাঙ্ক জালিয়াতি মামলায় ধৃত পাপ্পু ওরফে সঞ্জিত সিংয়ের বাড়ি ও কয়েকটি জায়গা থেকে বাজেয়াপ্ত হল বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। ধৃত পাপ্পুকে নিয়ে তিন জায়গায় তল্লাশি চালায় বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। প্রথমে তাঁর ভাটপাড়ার বাড়িতে গিয়ে সেখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে পুলিশ। ভাটপাড়ায় পাপ্পুর পাশের বাড়িটিতেই থাকেন অর্জুন সিং। এরপর ইছাপুরের মায়াপল্লিতে অর্জুন ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়ি এবং দমদম এলাকার কাশীপুরে অর্জুনের এক মহিলা আত্মীয়ের বাড়িতে তল্লাশি চলান তদন্তকারীরা। সেখান থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলে দাবি পুলিশের। পাপ্পুকে জেরা করেই ওই বাড়িগুলির কথা জানতে পারে পুলিশ।

শনিবার ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্ক জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে যান পাপ্পু সিং। জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগ।

বাজেয়াপ্ত করা নথিগুলি এই মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে গোয়েন্দা সূত্রে খবর। বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা প্রধান অজয় ঠাকুর জানান, ব্যাঙ্ক জালিয়াতির মামলা প্রায় শেষের পথে। যে সব অভিযুক্তের বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে, তাঁদের গ্রেফতার করা হবে।

তৃণমূল বিধায়ক থাকাকালীন ভাটপাড়ার পুরপ্রধান এবং ওই ব্যাঙ্কের চেয়ারম্যান পদে ছিলেন অর্জুন। পুরসভার কাজের জন্য ২৬ জন ঠিকাদারকে ১৬ কোটি টাকা ঋণ দেয় ব্যাঙ্ক। পরে দেখা যায়, জাল নথি তৈরি করে ঋণ দেওয়া হয়েছে। ওই ঋণ ঠিকাদারেরা শোধও করেননি। ঋণের টাকা ঠিকাদারদের অ্যাকাউন্ট থেকে পাপ্পুর সংস্থার অ্যাকাউন্টে গিয়েছে বলে জানা যায়। সেই টাকার একাংশ দিয়ে পাপ্পু ওই ব্যাঙ্কেরই পুরনো ঋণ শোধ করেন। যদিও নথি পাওয়ার দাবি উড়িয়ে দিয়ে অর্জুন সিং অভিযোগ, পুলিশ আসলে বিনা কারণে তাঁকে এবং তাঁর আত্মীয়দের হেনস্থা করছে।

আরও পড়ুন-বিপ্লব মিত্রকে কেন ডাকা হচ্ছে না? ক্ষুব্ধ অভিষেকের কড়া নির্দেশ

spot_img

Related articles

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...