শত্রুঘ্ন সিনহা, শরদ যাদবের ছেলেমেয়েরা বিহারে মহাজোটের প্রার্থী

বাবারা নামী রাজনীতিবিদ। নরেন্দ্র মোদি ও নীতীশ কুমারের বিরোধী। কিন্তু তাঁরা সরাসরি থাকছেন না নির্বাচনী ময়দানে। তবে তাঁদের হয়ে ব্যাটন ধরবেন তাঁদের ছেলেমেয়েরা। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় রাজনীতির দুই পরিচিত মুখ শত্রুঘ্ন সিনহা ও শরদ যাদবের ছেলে ও মেয়ে এবার মহাজোটের প্রার্থী হচ্ছেন। দুজনেই দাঁড়াবেন কংগ্রেস প্রার্থী হিসাবে।

আরও পড়ুন- ক্রমশ বাড়ছে উত্তেজনা, সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ শি জিনপিংয়ের

বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও অভিনেতা শত্রুঘ্ন সিনহা ঘোষিত মোদি বিরোধী। গত বছর বিজেপি ছেড়ে কংগ্রেসে এসে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলেও হেরে যান। এবার তাঁর ছেলে লব সিনহা কংগ্রেসের টিকিটে মহাজোটের প্রার্থী হয়ে লড়বেন। সম্ভবত বিহারের বাঁকিপুর আসনে তিনি প্রার্থী হচ্ছেন। অন্যদিকে জেডিইউর প্রতিষ্ঠাতা সদস্য ও বিহারে মহাজোটের অন্যতম রূপকার শরদ যাদবের মেয়ে সুভাষিনী রাজ রাও গতকালই যোগ দিয়েছেন কংগ্রেসে। তাঁকে দল বিহারিগঞ্জ আসনে প্রার্থী করতে পারে বলে শোনা যাচ্ছে। দুই নামী রাজনীতিবিদের পুত্র-কন্যারা বাবাদের ছায়া হয়ে ভোটের ময়দানে কতটা দাগ কাটতে পারেন সেটাই দেখার।

 

Previous articleবেলেঘাটা বিস্ফোরণকাণ্ড: ক্লাবকর্তাদের তলব করল NIA
Next articleমহুয়ার ‘মর্যাদাহানির’ অভিযোগ খারিজ হাইকোর্টে, স্বস্তিতে বাবুল