Sunday, November 9, 2025

যোগী রাজ্যে কেলেঙ্কারি: ভোটার লিস্টে বাবার নাম নরেন্দ্র মোদি, ছেলে লাদেন

Date:

Share post:

এবার যোগী আদিত্যনাথের রাজ্যে অন্য এক কেলেঙ্কারি। সেটা আবার গুরুত্বপূর্ণ এক সরকারি দফতরে। উত্তরপ্রদেশের ভোটার তালিকায় নাম উঠেছে লাদেনের। এখানেই শেষ নয়, সেই তালিকায় এই লাদেনের বাবার নাম নাকি নরেন্দ্র মোদি! যা দেখে চক্ষু চড়কগাছ সরকারি আধিকারিকদের। শুধু মোদির ছেলে লাদেন নয়, এখানকার ভোটার তালিকায় অনিল-কন্যা সোনম কাপুরেরও। মায়াবতী থেকে শিবরাজ সিং চৌহান, সবাই আছে সেই তালিকায়!

প্রসঙ্গত, আগামী বছর উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোট। তার জন্যই চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ। সেই সূত্রেই যোগী রাজ্যে ভাইসাহিয়া গ্রামের ভোটার তালিকা দেখে চক্ষু চড়কগাছ ব্লক লেভেল অফিসার প্রমীলা দেবীর। তিনি জানান, ভোটার তালিকা অনুযায়ী এই গ্রামের এক বাসিন্দার নাম লাদেন, আর তাঁর বাবার নাম নরেন্দ্র মোদি। অন্য এক বাসিন্দার নাম সোনম কাপুর। তাঁর বাবা অনিল কাপুর।

প্রমীলা দেবী ভোটার তালিকা নিয়ে আরও জানিয়েছেন, এই তালিকা খতিয়ে দেখার জন্য গত ৫ অক্টোবর এই গ্রামের ভোটার লিস্ট তাঁর হাতে আসে। সেখানে প্রচুর সন্দেহজনক ও আজগুবি নাম দেখতে দেখা। এরপর তিনি খোঁজ নিয়ে দেখি, বাস্তবে এরকম কেউ ওই গ্রামের বাসিন্দা নন। সম্ভবত আগের পঞ্চায়েত ভোটের আগে এইসব ভুয়ো নাম তালিকায় তোলা হয়েছিল। কিন্তু তার পর থেকে কোনও সংশোধন হয়নি। ফলে নামগুলি থেকে গিয়েছিল। যা নিয়ে উত্তর প্রদেশের রাজনৈতিক মহলে একটা হাসির খোরাক তৈরি হয়েছে।

আরও পড়ুন-ভোটের পাহাড় ছুঁতে উত্তরবঙ্গে নাড্ডা

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...