পুজোর সময় ভিড়ের কারণে বাড়তে পারে কোভিড সংক্রমণ- এমনই আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে পুজোর সময় কী ধরনের সর্তকতা নিতে হবে সে বিষয়ে জরুরি ভিত্তিতে নবান্নে বৈঠক করলেন উচ্চপদস্থ আধিকারিকরা। সোমবার, এই বৈঠকে ফোনে বিস্তারিত নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্ত হয়, পুজোর সময় পর্যাপ্ত অ্যাম্বুলেন্স এবং হাসপাতালে বেডের ব্যবস্থা রাখতে হবে । যাতে আশঙ্কা সত্যি করে মারণ ভাইরাস ছড়িয়ে পড়লে দ্রুত চিকিৎসা করা যায়।

করোনা পরিস্থিতিতে দুর্গাপুজোর সময় বিপুল জন সমাগম হতে পারে। ছড়াতে পারে সংক্রমণ। পর্যাপ্ত অ্যাম্বুল্যান্স ও হাসপাতালে বেডের ব্যবস্থা করতে স্বাস্থ্য দফতরকে বলা হয়েছে। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, ডিজি, নিরাপত্তা উপদেষ্টা। ছিলেন কলকাতার পুলিশ কমিশনার, কলকাতা ও হাওড়া কর্পোরেশনের কমিশনাররা। ভিডিও কনফারেন্সে ছিলেন বৈঠক যোগ দেন বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ কমিশনাররা। বৈঠকে মাস্ক পরা বাধ্যতামূলক করতে নজর দিতে বলা হয়েছে।


আরও পড়ুন : হাইকোর্টের ঐতিহাসিক রায়: এবার বাংলার পুজো মণ্ডপে NO ENTRY
