পঞ্চমীতে হাইকোর্টে ফোরাম ফর দুর্গোৎসবের রিভিউ পিটিশনের শুনানি

মণ্ডপে “NO ENTRY” বোর্ড ঝোলানোর নির্দেশ দিয়েছিলো কলকাতা হাইকোর্ট। দর্শকশূন্য থাকবে মণ্ডপ। হাইকোর্টের এই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল ফোরাম ফর দুর্গোৎসবের। সেই রায় রিভিউ মামলার অনুমতি দিলো হাইকোর্ট।

কাল, অর্থাৎ পঞ্চমীতে মামলা শুনবেন বিচারপতি সঞ্জীব ব্যানার্জি। আজ মামলা ফাইল করার নির্দেশ। পুজো ফোরামের পক্ষে আইনজীবী কল্যাণ ব্যানার্জি। পঞ্চমীতে মামলার শুনানি।

আরও পড়ুন-আজ সন্ধেয় জাতির উদ্দেশে ভাষণ মোদির, কৌতূহল সর্বস্তরে