Sunday, November 9, 2025

এনকাউন্টার নেশার মতো! চিনে নিন ‘পুলিশের ডনদের’

Date:

Share post:

কথায় বলে বাঘে ছুঁলে ১৮ ঘা, আর পুলিশে ছুঁলে ৩৬ ঘা। আর তা যদি এনকাউন্টার হয় তবে? দেশজুড়ে এমন অনেক পুলিশ অফিসার আছেন যারা এনকাউন্টার স্পেশালিস্ট। পর্দার আব তক ছাপ্পান-র নানা পাটেকারের মতো সজ্জনার বা প্রদীপ শর্মা, দয়া নায়েক, প্রফুল্ল বনশালে বা বিজয় সালাস্কাররা আছেন বাস্তবের মাটিতে।

এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে সুখ্যাতি আছে প্রদীপ শর্মার। প্রশাসনিক মহলে অনেকেই বলে তাঁর এনকাউন্টারের সংখ্যা ৩০০-র বেশি। তবে সরকারিভাবে ১০৪টি এনকাউন্টার করেছেন প্রদীপ শর্মা। পুলিশের ডেথ স্কোয়াডের সদস্য ছিলেন প্রফুল্ল বনশাল। ‘পুলিশের ডন’ বলেই অপরাধ জগতের কাছে তাঁর পরিচিতি ছিল। কর্মজীবনে ৩০০ জন অপরাধীকে গ্রেফতার করেছিলেনন তিনি। এনকাউন্টারের সংখ্যা ৮১। ৯০টিরও বেশি এনকাউন্টার করেছিলেন বিজয় সালাস্কার। ২৫ বছরের কর্মজীবনে মুম্বই পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের অফিসার ছিলেন তিনি। ২০০৮ সালে ২৬/১১ হামলার সময়ে জঙ্গিদের গুলিতে নিহত হন সালাস্কার।

প্রদীপ শর্মার টিমে কাজ করতেন শচীন হিন্দুরাও ওয়াজে। প্রদীপের নেতৃত্বে একাধিক এনকাউন্টার টিমে যুক্ত ছিলেন শচীন। তিনি ছিলেন এনকাউন্টার এক্সপার্ট। কর্মজীবনে ৬৩টি এনকাউন্টার করেছেন তিনি। একসময়ে এনকাউন্টার স্পেশালিস্ট রাজীব সিংয়ের নাম শুনলে জমি মাফিয়ারা ভয়ে কাঁটা হয়ে থাকত। দিল্লির পুলিশের অপরাধদমন শাখার এই অফিসার তথা অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন তিনি। কিন্তু জমি বিবাদের জেরে মৃত্যু হয় রাজীবের। কর্মজীবনে ৫০টি এনকাউন্টার করেছিলেন তিনি।

তবে এনকাউন্টার করে শুধুই স্বীকৃতি মেলে এমনটা নয়। এনকাউন্টার মামলায় সাসপেন্ড হওয়ার ঘটনাও আছে। রামনারায়ণ গুপ্তাকে একাউন্টার মামলায় সাসপেন্ড করা হয়েছিল। এক সাক্ষাৎকারে এই পুলিশকর্তা বলেই ফেলেছিলেন, “এনকাউন্টার আমার কাছে নেশার মতো হয়ে উঠেছিল। তাই ছুটির দিন হলেই আমার ভারী একঘেয়ে লাগত৷” জানা গিয়েছে, এরপরই তাঁকে সাসপেন্ড করা হয়।

আরও পড়ুন:প্রার্থী খুনের ঘটনায় উত্তপ্ত বিহার, গণপিটুনিতে মৃত্যু হামলাকারীর

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...