অসুস্থ বুদ্ধের ছবি প্রকাশ করে ঠিক করেননি রাজ্যপাল, মত সিপিএমের

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থ অবস্থার ছবি প্রকাশ করে ঠিক করেননি রাজ্যপাল। এমনই মনে করেন সিপিএমের একাংশের নেতারা। যদিও সিপিএমের বহু কর্মী-সদস্যই প্রিয় নেতা বুদ্ধের ছবি দেখে উদ্বেলিত। সকলেই তাঁর সুস্থতা কামনা করছেন। তবে সিপিএমের কিছু নেতা মনে করেন, বুদ্ধবাবু নিজে যেহেতু ভীষণভাবে প্রচারবিমুখ এবং অসুস্থতা নিয়ে যাতে অযথা চর্চা না হয় সেজন্য হাসপাতালে ভরতি হতেও তাঁর অনীহা রয়েছে, তাই তাঁর ব্যক্তিগত পরিসরকে সকলের সম্মান জানানো উচিত। তাঁর অসুস্থ ও শায়িত অবস্থার ছবি প্রকাশ করে তা লঙ্ঘন করেছেন রাজ্যপাল। রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে এই মানসিকতা প্রত্যাশিত নয়।

প্রসঙ্গত, গতকাল অষ্টমীর দিন সস্ত্রীক রাজ্যপাল জগদীশ ধনকর সৌজন্যমূলক সাক্ষাৎ করতে গিয়েছিলেন বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউর বাড়ি। অসুস্থ বুদ্ধবাবুকে দেখে বেরিয়ে রাজ্যপাল সাংবাদিকদের বলেন, বুদ্ধবাবু রাজ্যের লিভিং স্টেটসম্যান। ওঁর সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি। রাজ্যপালের এই সাক্ষাৎ পর্বের ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশিত হতেই রাজ্যের প্রাক্তন কর্ণধারের শারীরিক অবস্থা দেখে বিচলিত হয়েছেন অগণিত মানুষ। প্রিয় নেতার জন্য উদ্বেগ প্রকাশ করেন সিপিএম কর্মীরাও।

আরও পড়ুন- মেঘালয়ে বাঙালিদের সুরক্ষা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি জাতীয় বাংলা সম্মেলনের

 

Previous articleটিআরপি কেলেঙ্কারিতে সিবিআইয়ে সায় নেই
Next articleসৌমিত্রকে লক্ষ্য করে অনুপম: নিজেদের লড়াইয়ে ভোটে হেরে গেলে অন্য রাজ্যে বাড়ি খুঁজতে হবে!