Thursday, August 28, 2025

ক্রমশ শারীরিক অবস্থার অবনতি, সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়

Date:

Share post:

ফের অবস্থার অবনতি হয়েছে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলেই জানাচ্ছেন মেডিক্যাল বোর্ডের প্রধান চিকিৎসক অরিন্দম কর। রবিবার তাঁর শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা যায়নি বলে রাতে বুলেটিনে জানিয়েছেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।

গত কয়েকদিন ধরেই বছর ৮৫-অভিনেতার শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ চিন্তায় রাখছিল তাঁর চিকিৎসকদের। রবিবারও তা নিয়ন্ত্রণে না আসার ফলে অভিনেতার হিমোগ্লোবিন এক অনেকটা নেমে যায়, কমে যায় প্লেটলেটস, এমনটাই জানিয়েছেন চিকিৎসারত ডাক্তাররা। পরিস্থিতি সামাল দিতে রবিবার তাঁকে ৪ ইউনিট রক্তও দিতে হয়। ডাক্তার অরিন্দম করের কথায়, রবিবার সিটি অ্যাঞ্জিওগ্রাফিতে রক্তক্ষরণের উৎসস্থল চিহ্নিত করা হয়। সেখান থেকে রক্তক্ষরণ বন্ধের চেষ্টাও করা হয়। তবে সফল হতে পারেননি তাঁরা। সিটি অ্যাঞ্জিওতে ব্যবহৃত ডাই শরীর থেকে বের করে দিতে এ দিন ডায়ালিসিসও করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। গত কয়েক সপ্তাহ ধরে চিকিৎসকদের ক্রমাগত চেষ্টা সত্ত্বেও তাঁর কোভিড রিলেটেড এনসেফালোপ্যাথি এবং স্নায়বিক অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় আচ্ছন্ন ভাব কাটেনি সে ভাবে। ফলে অভিনেতাকে নিয়ে দুশ্চিন্তায় চিকিৎসকরা। মেডিক্যাল বোর্ডের প্রধান চিকিৎসক জানাচ্ছেন, ‘শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। আশার খবর শোনানো যাচ্ছে না।’

প্রসঙ্গত, টানা ২৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রতি মুহূর্তেই অভিনেতার শারীরিক পরিস্থিতি মনিটার করছেন চিকিৎসকেরা। তার সুস্থ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই কো-মর্বিডিটি এবং বয়স। তাঁর শারীরিক অবস্থার এই খবরে সকলেই তাঁর সুস্থতার কামনা করছেন।

আরও পড়ুন-সংক্রমণের আশঙ্কায় এবার আইসোলেশনে স্বয়ং ‘হু’ প্রধান

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...