Sunday, August 24, 2025

ইতিহাসে প্রথমবার নিউজিল্যান্ডের মন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত প্রিয়াঙ্কা

Date:

Share post:

সপ্তাহ দুয়েক আগে ভোটে জিতে দ্বিতীয়বারের জন্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদে বসেছেন জেসিন্ডা আর্ডের্ন। এবার আর্ডের্নের মন্ত্রিসভায় ভারতীয় মুখ। ৪১ বছরের প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণনকে যুবকল্যাণ এবং জনজাতি উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতের কেরলের বাসিন্দা প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন। নিউজিল্যান্ডের ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় মন্ত্রী হলেন।

প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণনের জন্ম চেন্নাইয়ে৷ তবে তাঁর পরিবার থাকে কেরলে ৷ সিঙ্গাপুরে তিনি নিজের স্কুলের পড়াশোনা শেষ করেন। এরপর স্নাতকোত্তর ডিগ্রি নিতে তিনি নিউজিল্যান্ডে যান৷ সেখানে সক্রিয় রাজনীতিতেও ঢুকে পড়েন ৷ নিউজিল্যান্ড লেবার পার্টির তিনি একজন জনপ্রিয় মুখ ৷ এবার নতুন দায়িত্ব পেয়ে গেলেন ভারতের মেয়ে প্রিয়াঙ্কা ৷

স্থানীয় সূত্রে খবর, সোমবার প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন ছাড়া আরও চারজনকে নিজের মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তাঁদের মধ্যে প্রিয়াঙ্কা নিজের কর্মজীবনে অসহায় মানুষদের জন্যই কাজ করেছেন। বিশেষত গার্হস্থ্য নির্যাতনের শিকার হওয়া মহিলা ও বঞ্চিত হওয়া পরিযায়ী শ্রমিকদের অধিকারের জন্য লড়াই করতেন তিনি।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে নিউজিল্যান্ড লেবার পার্টির সদস্য হলেও ২০১৭ সালে সাংসদ হিসেবে নির্বাচিত হন প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন৷ ২০১৯ সালে নিযুক্ত হন মিনিস্টার ফর এথনিক কমিউনিটির পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি পদে। আর এবার তিনি ঢুকে পড়লেন আর্ডের্নের মন্ত্রীসভায় ৷ বেশ কিছু বছর ধরেই নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের স্থায়ী বাসিন্দা রাধাকৃষ্ণন৷ প্রিয়াঙ্কার স্বামী রিচার্ডসন নিউজিল্যান্ডেরই বাসিন্দা৷ তিনি একটি আইটি ফার্মে কর্মরত ৷ বর্তমানে তাঁর স্বামীও যোগ দিয়েছেন তাঁরই দল লেবার পার্টিতেই৷

আরও পড়ুন-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা ৭ শর্তে

spot_img

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...