Wednesday, December 31, 2025

বিধানসভা স্বাধিকারভঙ্গ মামলায় ‘রক্ষাকবচ’ পেলেও আত্মহত্যা প্ররোচনায় জামিন অধরাই অর্ণবের

Date:

Share post:

আত্মহত্যায় প্ররোচনা মামলায় বম্বে হাইকোর্টে শুক্রবারও জামিন পেলেন না রিপাবলিক টিভির সঞ্চালক অর্ণব গোস্বামী। তবে একই দিনে কিছুটা স্বস্তি পেলেন তিনি। অর্ণব গোস্বামীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছিল মহারাষ্ট্র বিধানসভা। সেই মামলায় শীর্ষ আদালতে রক্ষাকবচ পেলেন এই সাংবাদিক। আদালতের তরফ স্পষ্ট জানানো হয়েছে ওই মামলায় গ্রেপ্তার করা যাবে না অর্ণব গোস্বামীকে। তাই নয় শীর্ষ আদালতের তরফে শোকজ নোটিশ ধরানো হয়েছে বিধানসভার সচিবকেও।

ঘটনার সূত্রপাত সুশান্ত সিং রাজপুত মামলায় সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে। অভিযোগ তোলা হয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠ‍াকরে ও এনসিপি সভাপতি শরদ পাওয়ার সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্য করেছেন তিনি। এই প্রেক্ষিতেই মহারাষ্ট্র বিধানসভার তরফে নোটিস পাঠানো হয়েছিল অর্ণব গোস্বামীকে। যদিও সেই নোটিশের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই সাংবাদিক। শুক্রবার সেই মামলাতেই স্বস্তি পেলেন অর্ণব। তবে এই মামলায় স্বস্তি পেলেও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতারের ঘটনায় বিপদ ক্রমশ বাড়ছে অর্ণব গোস্বামীর।

আরও পড়ুন:হেলিকপ্টারে উড়ে এসে জুড়ে বসে দক্ষিণেশ্বরে গিয়েও রাজনীতি করছেন, অমিতকে কটাক্ষ ফিরহাদের

২০১৮ সালে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন অর্ণব গোস্বামী। সেই মামলায় এদিনও স্বস্তি পেলেন না তিনি। বম্বে হাইকোর্টের বিচারপতি এস এস শিন্দে এবং বিচারপতি এম এস কার্নিকের বেঞ্চ জানান, শনিবার এই মামলার পরবর্তী শুনানি হবে। কারণ এদিন দু’পক্ষের সওয়াল শোনা সম্ভব হয়নি। যদি অর্নবের পক্ষের আইনজীবী তরফে এদিন আদালতকে জানানো হয় আত্মঘাতী ওই দুই জনের সঙ্গে অর্ণব গোস্বামী শুধুমাত্র অর্থনৈতিক সম্পর্ক ছিল। ফলে প্ররোচনা দেওয়া তার পক্ষে অসম্ভব।

spot_img

Related articles

আঙুল নামান, আপনি মনোনীত-আমি নির্বাচিত: জ্ঞানেশ কুমারে আচরণের প্রতিবাদে গর্জে উঠলেন অভিষেক

“আঙুল নামিয়ে কথা বলুন। মনে রাখুন, আপনি মনোনীত। আমি নির্বাচিত।” দিল্লিতে (Delhi) জাতীয় নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

২০২৫: বছরজুড়ে ভাইরাল যাঁরা, বছর শেষে কোথায় তাঁরা!

ডিজিটাল যুগে ভাইরাল হওয়া এখন আর শুধু তারকাদের মধ্যেই সীমাবদ্ধ নেই। ২০২৫ শেষ হতে আর মাত্র কয়েকটা ঘণ্টার...

BSL নিয়ে অহেতুক কুৎসা, সৌরভের ভিত্তিহীন অভিযোগ নিয়ে কড়া জবাব শ্রাচির

ভারতীয় ফুটবলের সংকটের সময়ের আলোর দিশা দেখাচ্ছে বেঙ্গল সুপার লিগ (Bengal Super League)। সারা দেশে যেখানে ফুটবল স্তব্দ...

জনবিচ্ছিন্ন কর্মীরা: কলকাতার বৈঠকে বিধায়কদের মাঠে নামার নির্দেশে চাঙ্গা করার চেষ্টা শাহর

দেশের সাংস্কৃতিক রাজধানী কলকাতায় থাবা বসানো লক্ষ্য বিজেপির। বিধানসভা নির্বাচনের আগে তাই বিশেষভাবে কলকাতার নেতাদের সঙ্গে একের পর...