Monday, August 25, 2025

আলু-পেঁয়াজের দামে রাশ টানতে সকাল থেকে শহর-জেলার বাজারে হানা ইবির

Date:

Share post:

ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিতে নাকাল রাজ্যবাসী। ক্রমশ নাগালের বাইরে যাচ্ছে আলু পিয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় সবজি স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এহেন পরিস্থিতিতে এবার তৎপর হয়ে উঠল। শনিবার সকালে শহরের মানিকতলা বাজারে হানা দিল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। শুধু মানিকতলা নয় শহরের একাধিক বাজারে এদিন হানা দিয়েছেন ইবির আধিকারিকরা।

সরকারি টাস্কফোর্স দাম বেঁধে দিলেও ক্রেতাদের থেকে বেশি দাম নেওয়া হচ্ছিল বলে বারবার অভিযোগ এসেছে নানা মহল থেকে৷ একাধিক অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল আজ শনিবার মানিকতলা বাজারে অভিযান চালায়। ইবির তরফে ব্যবসায়ীদের সতর্ক করে জানিয়ে দেওয়া হয় পাইকারি ব্যবসায়ীরা ২৫ মেট্রিক টন পর্যন্ত এবং খুচরা ব্যবসায়ীরা ২ মেট্রিক টন পর্যন্ত পেঁয়াজ মজুদ রাখতে পারবেন। পাশাপাশি আলু বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট যে দাম বেঁধে দেওয়া হয়েছে তার বেশি নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন:নোটবন্দি না পারলেও কালোটাকার কারবারিরা জব্দ করোনায়, সমীক্ষা রিপোর্ট

প্রসঙ্গত, বর্তমানে পাইকারি বাজারে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। খুচরা বাজারে তা খুব জোর ৫০ থেকে ৫৫ টাকা হওয়ার কথা। কিন্তু ১০০ টাকা কেজি দরে একাধিক জায়গায় পেঁয়াজ বিক্রির অভিযোগ উঠছে। পাশাপাশি কলকাতা ও সংলগ্ন এলাকায় জ্যোতি আলু বিক্রি হয়েছে ৫০ টাকা কেজিতে। চন্দ্রমুখি ৪৬ থেকে ৫০ এর মধ্যে। সবজির দামও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। পটল, টমেটোর মত সবজি ৮০ টাকা কিলো হয়ে গিয়েছে। কাঁচালঙ্কা কোথাও ২০০ তো কোথাও বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি। ব্যবসায়ীদের বারবার সতর্ক করা সত্ত্বেও কোনওভাবেই সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি। যার জেরেই চার দলে ভাগ হয়ে এদিন কলকাতা শহরতলি অঞ্চলে বাজারে অভিযান চালালো কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

spot_img

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...