Friday, August 22, 2025

অর্ণবের জামিনের বিরোধিতায় কুণালের বিরুদ্ধে মামলা, ‘ক্ষমা চাইব না’ পাল্টা হুঁশিয়ারি

Date:

Share post:

আত্মহত্যায় প্ররোচনা মামলায় সম্প্রতি শীর্ষ আদালতে গিয়ে জামিন পেয়েছেন রিপাবলিক টিভি সঞ্চালক অর্ণব গোস্বামী। বম্বে হাইকোর্টের পর শীর্ষ আদালতের এই জামিনের বিরোধিতায় একের পর এক টুইট করেন কমেডিয়ান কুণাল কামরা। যার যেই এবার বড়সড় সমস্যার মুখে পড়তে হল তাঁকে। ওই টুইটের জেরেই এবার আদালত অবমাননার দায়ে মামলা দায়ের হতে চলেছে কুণালের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় তিনি ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন এদিন।

অর্ণব গোস্বামী জামিনের পর বুধবার শীর্ষ আদালতের বিরুদ্ধে একেরপর এক টুইট করতে দেখা যায় কুণাল কামরাকে। ব্যঙ্গাত্মক একের পর এক টুইটে শীর্ষ আদালতের বিরুদ্ধে তিনি লিখেন, ‘এই দেশের শীর্ষ আদালত এই দেশের সর্ব শ্রেষ্ঠ মজার জায়গা।’ কুণালের এহেন ট্যুইটের পর তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের অনুমতি চেয়ে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপালের কাছে আবেদন জানান দুই আইনজীবী ও এক আইনের ছাত্র। তাদের সে আবেদনে সম্মতি দেন কে কে বেনুগোপাল। সঙ্গে অ্যাটর্নি জেনারেল এটাও জানান, ‘সকলের বোঝা উচিত কেউ যদি কোনও কারণ ছাড়া অভদ্রভাবে শীর্ষ আদালতের সমালোচনা করে তাহলে তাকে শাস্তি পেতেই হবে।’ পাশাপাশি তিনি এও জানান, ‘এখন অনেকেই জোর গলায় অসভ্যের মত শীর্ষ আদালত ও তার বিচারপতিদের দোষারোপ করে চলেছে। এটাকে বাকস্বাধীনতা বলে মনে করছে ওরা।’

আরও পড়ুন:অধীরে অসন্তোষ, চূড়ান্ত ক্ষুব্ধ সোমেনপুত্ররা কী ভাবছেন?

যদিও দমে যাওয়ার পাত্র নন কুণাল কামরা। সরাসরি অর্ণব গোস্বামী ও শীর্ষ আদালতের বিরুদ্ধে সরব হয়ে এদিন আরও এক টুইটে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ‘আমি আমার টুইট মুছে দেওয়া বা এর জন্য ক্ষমা চাওয়ার কোনও রকম মনোভাব নেই আমার। আমি মনে করি উনি শুধুমাত্র নিজেদের হয়ে কথা বলেন।’ পাশাপাশি কুণাল কামরা আরও লেখেন, ‘কোনও উকিল নেই, কোনও ক্ষমা নেই, কোনও জরিমানাও নেই, সময় নষ্টও নেই।’

spot_img

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...