মালদহে বিধি ভেঙে বিজেপির বহুতল দলীয় কার্যালয়, অভিযোগ পুর প্রশাসকের

পুর বিধি না মেনে বিজেপি কার্যালয় তৈরি হচ্ছে বলে অভিযোগ করলেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান নীহাররঞ্জন ঘোষ। বুধবার, তিনি জানান, প্রযোজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

ইংরেজবাজার পুরসভার প্রশাসক নীহাররঞ্জন ঘোষের অভিযোগ, বিজেপির কার্যালয়ের দোতলা এবং তিনতলার কাজ শুরু হয়েছে নিয়ম বহির্ভূতভাবে। পুরসভার কাছে কোনো অনুমতি ছাড়াই ভবনের কাজ শুরু করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন- লক্ষ্য উত্তরকন্যা অভিযান, উত্তরবঙ্গের বঞ্চনার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রচারের নির্দেশ মালব্যের

তবে বিজেপির জেলা সহ সভাপতি অজয় গাঙ্গোপাধ্যায়ের মতে, পুরসভার অভিযোগ ভিত্তিহীন। ২০০০ সালে ভবন নির্মাণের কাজ শুরু হয়। ২০০৩ সালে ভবনের এক তলা কার্যালয়ের উদ্বোধন করা হয়। সেই সময় ভবনের ৭তলা পর্যন্ত অনুমতি নেওয়া হয়। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই বিজেপির দলীয় কার্যালয়ের দিকে আঙুল তোলা হচ্ছে।

আরও পড়ুন- ফের রক্তাক্ত পুলওয়ামা, জঙ্গিদের গ্রেনেড হামলায় আহত ১২

Previous articleফের রক্তাক্ত পুলওয়ামা, জঙ্গিদের গ্রেনেড হামলায় আহত ১২
Next articleসিঁড়িতেই বসে আদর দেশি কুকুরদের! সোশ্যাল মিডিয়ায় রতন টাটার প্রশংসায় নেটিজনরা