অতিমারি আতঙ্কে তটস্থ গোটা দেশ। এরই মাঝে এক রহস্যময় অসুখের খবর মিলল ভারতের অন্ধ্র প্রদেশের রাজ্য। এখনো পর্যন্ত এই অজানা অসুখে আক্রান্ত হয়েছেন শতাধিক মানুষ। পাওয়া গেছে মৃত্যুর খবরও। অসুস্থদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই অসুখের কারণে আতঙ্ক ক্রমশ বাড়ছে।

জানা গিয়েছে, নতুন এই অসুখের খবর মিলেছে অন্ধপ্রদেশের ওয়েস্ট গোদাবরী জেলার এলুরুতে। অসুখের লক্ষণ হিসেবে বেশির ভাগ মানুষই দাবি করেছেন তাদের মাথা ব্যাথা, বমি, এপিলেপ্সির লক্ষণ দেখা গিয়েছে শরীরে। যদিও অসুস্থরা বর্তমানে স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি চিকিৎসকদের অনুমান, বিষাক্ত জলপানের জন্য এই ঘটনা ঘটেছে। রবিবার এই অসুখের লক্ষণ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ওই এলাকা পরিদর্শন করেছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। জলের নমুনা ও অসুস্থ ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাড়িতে বাড়িতে গিয়ে চলছে স্বাস্থ্য পরীক্ষা।

আরও পড়ুন:ভারতীয় কৃষকদের সমর্থনে লন্ডনে রাস্তায় নামল হাজারো মানুষ, গ্রেফতার বহু

তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করা হয়েছে অন্ধ্র প্রশাসনের তরফে। সরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯২ জন। যার মধ্যে রয়েছে ৪৬ জন শিশু ৭৬ জন মহিলা। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ১৪০ জনকে। যারা আক্রান্ত হয়েছেন তাদের রক্তের নমুনায় কোনও ভাইরাস ইনফেকশন পাওয়া যায়নি। করোনা রিপোর্টও নেগেটিভ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন। পাশাপাশি এদিন অসুস্থদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি।

