Thursday, December 18, 2025

উলেনের ময়নাতদন্ত নিয়ে পুলিশ-বিজেপি চাপানউতোর

Date:

Share post:

বিধি মেনেই হয়েছে উত্তরকন্যা অভিযানে মৃত উলেন রায়ের ময়নাতদন্ত- বলছে পুলিশ। কিন্তু প্রশ্ন তুলল বিজেপি। মঙ্গলবার রাজ্য বিজেপির উত্তরবঙ্গের পর্যবেক্ষক সায়ন্তন বসুর অভিযোগ, সোমবার রাতের অন্ধকারে উলেন রায়ের দেহের ময়নাতদন্ত করিয়েছে পুলিশ। সে জন্য উলেনের পরিবারকে গজলডোবা থেকে এনে একটি অভিযোগও করিয়েছে বলে দাবি বিজেপি।

সায়ন্তন বসুর অভিযোগ, উলেন দুষ্কৃতীদের ছোঁড়া ছররা গুলিতে জখম হয়েছেন বলে লিখতে বলা হয়েছে। যদিও ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। নিয়ম মেনেই ময়নাতদন্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।

মৃতের পরিবারের তরফে যে অভিযোগ করা হয়েছে সেই মতো পদক্ষেপ করা হবে বলে পুলিশ জানিয়েছে। সোমবার উত্তরকন্যা অভিযানের সময়ে উলেন রায় আহত হন। এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পরে বিজেপির তরফে দাবি করা হয়, উলেন রায়ের দেহে ছররা গুলির চিহ্ন মিলেছে বলে ডাক্তারের রিপোর্টে রয়েছে। এর পরেই পুলিশ অথবা পুলিশের মধ্যে দুষ্কৃতী মিশে ছররা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতারা।

এদিন শিলিগুড়িতে বিজেপির উত্তরবঙ্গের পর্যবেক্ষক জানান, তাঁরা গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইবেন। যাতে তিনজন চিকিৎসকের উপস্থিতিতে ফের ময়নাতদন্ত হয় সেই দাবিও জানাবেন তাঁরা। রাজ্যের কাছে সুবিচার না পেলে তাঁরা আদলতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন সায়ন্তন।

আরও পড়ুন-একই দিনে জোড়া বনধের প্রভাব উত্তরবঙ্গের জনজীবনে

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...