Friday, December 19, 2025

ভারত বনধ: ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকে আটক করল যোগীর পুলিশ

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছে দেশের কৃষক সংগঠনগুলি। সকাল ১১ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত কৃষকদের ডাকা বনধের প্রভাব পড়তে শুরু করেছে গোটা দেশে। বনধ সামাল দিতে এদিন তৎপর হয়ে উঠতে দেখা গেল উত্তরপ্রদেশ পুলিশকে। কৃষকদের ডাকা বনধ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই আটক করা হল ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকে।

কৃষক আন্দোলনের একেবারে শুরু থেকেই কৃষকদেরকে পাশে দাঁড়াতে দেখা গিয়েছে দলিত নেতা চন্দ্রশেখর আজাদকে। দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের কাছেও উপস্থিত হয়েছিলেন চন্দ্রশেখর। মঙ্গলবার সেই কৃষকদের ডাকা বনধ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল চন্দ্রশেখরের। তবে তার আগেই তাকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত এর আগে কৃষকদের দাবির পক্ষে সরব হয়ে উঠছে দেখা গিয়েছিল ওই দলের নেতাকে। কৃষকদের উপর জলকামান ও টিয়ার গ্যাসের বিরুদ্ধে সরব হয়ে সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, ‘কৃষকদের সমস্যার কথা না শুনে তাদের ওপর চরম দুর্ব্যবহার করছে সরকার। ওরা জঙ্গি নয়, ওরা ভারতের শিরদাঁড়া। আমরা খেতে পাই ওদের জন্যই। এই ঘটনা এটা প্রমাণ করে কৃষকদের প্রতিবাদে সরকার ভীত।’

আরও পড়ুন:ট্রাক্টর, সবজি, কোদাল নিয়ে গান্ধীমূর্তির পাদদেশে শুরু তৃণমূলের কৃষক আন্দোলন

প্রসঙ্গত, বনধের প্রভাব এদিন সকাল থেকেই বেশ নজরে পড়েছে উত্তরপ্রদেশে। সমাজবাদী পার্টির তরফে সকাল থেকেই উত্তরপ্রদেশের নানা জায়গায় পালিত হচ্ছে বনধ। প্রয়াগরাজে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে সপার সমর্থকরা।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...