সিএবিতে আজহর, দেখা করলেন অভিষেক ডালমিয়ার সঙ্গে

রবিবার সিএবি প্রেসিডেন্ট( CAB President ) অভিষেক ডালমিয়ার(Avishek Dalmiya)সঙ্গে দেখা করলেন মহম্মদ আজহরউদ্দিন(Mohammad Azharuddin) । হায়দরাবাদ ক্রিকেট অ‍্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট( hyderabad cricket association president) আজহার।

১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি টি-২০(syed mushtaq ali trophy)। এই টুর্নামেন্ট থেকে ঘরোয়া ক্রিকেট শুরু করতে চলেছে বিসিসিআই( BCCI)। ৬টি জায়গায় হতে চলেছে এই টুর্নামেন্ট। তার মধ‍্যে রয়েছে ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্স।

সেই কারনে এদিন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গে দেখা করেন আজহার।

আরও পড়ুন:সুনীলদের জন‍্য আলাদা পরিকল্পনা নেই, জানালেন হাবাস