পুজোর পরে বর্ষবরণের জনস্রোতেও রাশ টানল কলকাতা হাইকোর্ট

calcutta high court
কলকাতা হাইকোর্ট

করোনার (Covid19) নয়া প্রজাতিকে ঘিরে যখন আতঙ্ক ছড়াচ্ছে গোটা বিশ্বে, তখন বড়দিনে (Christmas) রীতিমত উৎসব চলেছে গোটা বাংলায়। কলকাতার পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানায় (Park Street, Allen Park, Victoria Memorial, Alipur Zoo) থিকথিক করছিল মানুষের ভিড়। একাধিক জনের মুখে মাস্ক (Mask) লক্ষ্য করাও যায়নি।

আরও পড়ুন : ৩১ ডিসেম্বর রাতে শহরের কোথাও জমায়েতের অনুমতি নেই, জারি থাকবে ১৪৪ ধারা

এই লাগামছাড়া ভিড় দেখেই আঁতকে উঠেছিলেন চিকিৎসকরা। আবেদন জানিয়েছিলেন, অবিলম্বে নিয়ন্ত্রণ করতে হবে ভিড়। একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে। সেই মামলার প্রেক্ষিতেই এবার কড়া নির্দেশ দিল হাইকোর্টের (Kolkata HighCourt) বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবার সেই মামলায় রায় গিতে গিয়ে বিচারপতি জানিয়েছেন, প্রশাসনকেই নিশ্চিত করতে হবে যাতে বাড়তি জমায়েত না হয়। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে (Home Secretory, Chief Secretory) নজর রাখতে হবে এই বিষয়ে। চেকপোস্ট বসিয়ে চালাতে হবে নজরদারি। সকলকেই মাস্ক এবং স্যানিটাইজার (Sanitizer) ব্যবহার করতে হবে।

Previous articleকাঁথি পুরসভার প্রশাসনিক পদ থেকে সরিয়ে দেওয়া হল সৌমেন্দুকে
Next article‘আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে’, বারাকপুরে বললেন শুভেন্দু