Tuesday, November 4, 2025

আঙুল আছে, কিন্তু কোনও ছাপ পড়ে না; শুনেছেন কখনও?

Date:

Share post:

খালি চোখে দেখতে পাওয়া যায় আঙুল আছে। কোনও সমস্যা নেই। কিন্তু সেই আঙুলের কোনও ছাপ পড়ে না। নিশ্চয়ই অবাক হচ্ছেন। যদিও এটাই বাস্তব ।তিন পুরুষ ধরে ‘আঙুলে’ এই অভিশাপই বয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা ২১ বছর বয়সি অপু সরকার। এর ফলে পদে পদে সমস্যায় পড়তে হচ্ছে তাকে।
ড্রাইভিং লাইসেন্স থেকে পাসপোর্ট সর্বত্র সমস্যার সম্মুখীন তিনি। শুনতে আশ্চর্য লাগলেও সত্যি, অপুর পরিবারের কোনও পুরুষের হাতের আঙুলের কোনও ছাপ পড়ে না।
অবশ্য অপু নন, সমস্যাটা ছিল অপুর দাদুরও। কৃষিজীবী মানুষ হওয়ায় তাকে কোনও সমস্যায় ভুগতে হয়নি ।
প্রথম সমস্যার সূত্রপাত অপুর বাবা, অমল সরকারের ক্ষেত্রে । অপু তখন নিতান্তই কিশোর। বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক হয় সে বছরই। সেই সঙ্গে চালু হয় আঙুলছাপ তালিকাভুক্ত করা। অপুর বাবার পরিচয়পত্র তৈরি করার সময় সরকারি আধিকারিকরা দেখেন, তাঁর আঙুল ছাপ পড়ছে না। অনেক চেষ্টা করেও কোনও কাজ হয়নি। বাংলাদেশ সরকার তাঁকে পরিচয়পত্র দিলেও সেই কার্ডে লেখা ছিল নো ফিঙ্গারপিন্ট।
এরপর অনেক কাঠখড় পুড়িয়ে পাসপোর্ট জোগাড় করেছিলেন অপুর বাবা। কিন্তু সাহস করে দেশের বাইরে যান নি।
অপুর ক্ষেত্রেও একই পরিস্থিতি । তার অভিযোগ, অনেক সময়েই পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়।তারা এই সুযোগ কে কাজে লাগিয়ে টাকা নেয় জুলুম করে।
এখন নিজের নামে বৈধ সিমকার্ডও নিতে পারেন না অপু। ভাই অনুরও সমস্যা এক।
তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, এই সমস্যার কী কোনও সমাধান নেই? চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যাডারমাটোগ্লিফিয়া। এটি জিনগত অসুখ। কনজেনিয়াল পালম‌োপ্লান্টার কেরাটোডার্মা এই অসুখের চেহারা ধারণ করেছে। এই রোগে আক্রান্তদের হাত ও পায়ের তালু শুষ্ক হয়, হাত, পায়ের তালুতে কোনও রেখাই থাকে না। তাই এই বিরল রোগের টিকিৎসাও বেশ ব্যায় সাপেক্ষ। এমনকি সব জায়গায় এর চিকিৎসাও হয় না তাই ভবিতব্য কে মেনে নিতে বাধ্য হয়েছে এই পরিবারের পরিজনরা । তাদের এই রোগ বিরলের মধ্যে বিরলতম। নিয়মের গেরো তাই আজ তাদের কাছে অভিশাপ।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...