Tuesday, May 6, 2025

শোভনের হাত ধরেই এবার কলকাতা তৃণমূলেও ভাঙন! নজরে ৩ কাউন্সিলর

Date:

Share post:

প্রশাসন যদি সক্রিয় বাধা না দেয় তাহলে সোমবার কলকাতায় বিজেপি’র (BJP) মেগা রোড-শো৷

আর এই রোড-শো’র হাত ধরেই বিজেপিতে নিজের যাত্রা শুরু করছেন কলকাতার প্রাক্তণ মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)৷

নির্ভরযোগ্য সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে কলকাতা-তৃণমূলে সোমবারই ভাঙন শুরু হচ্ছে৷ সূত্রের খবর, বিজেপির কলকাতার পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের ৩ সদ্য বিদায়ী কাউন্সিলর (কো-অর্ডিনেটর) পদ্ম-পতাকা হাতে নিতে চলেছেন৷ এই ৩ জনই তৃণমূলে থাকাকালীন শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন। শোভন-ঘনিষ্ঠ মহলের দাবি, শুরুটা হচ্ছে ৩ কাউন্সিলরকে দিয়ে৷ এর পর পর্যায়ক্রমে কলকাতার বেশ কয়েকজন কাউন্সিলর বা কো-অর্ডিনেটর, একাধিক বিধায়ক শোভনের মাধ্যমেই বিজেপির পতাকা হাতে নেবেন৷

সোমবারের রোড-শোতে শোভনের সঙ্গেই থাকছেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee) এবং কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) প্রমুখ নেতৃবৃন্দ৷ এদিকে, সোমবারের রোড শো-র আগেই রবিবার রাতে কলকাতা নিয়ে রণকৌশল বৈঠকে বসছে বিজেপি। এই বৈঠকের মধ্যমণি ছিলেন শোভন চট্টোপাধ্যায়। কলকাতার পর্যবেক্ষক হিসাবে শোভনকে ৫১টি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে৷ এই আসনগুলি বিজেপির সাংগঠনিক বিন্যাসে কলকাতা জোনের অন্তর্গত ৷ শোভনের মাথার উপরে কলকাতা জোনের দায়িত্বে আছেন সুনীল বনশল। এই ৫১ আসনের মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ৩১টি, কলকাতার ১১টি এবং উত্তর ২৪ পরগনার ৯টি আসন। এই জোনেই বিজেপির অবস্থা সর্বাধিক খারাপ। খুবই খারাপ অবস্থা দক্ষিণ ২৪ পরগনার। তৃণমূলে থাকাকালীন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের হাতে ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের দায়িত্ব। তাই তাঁর মতামতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপির শীর্ষমহল৷
আর শোভনও ‘খেলা’ দেখাতে শুরু করতে চলেছেন৷ সোমবার কলকাতার ৩ কাউন্সিলরকে বিজেপিতে টেনে তৃণমূলের নতুন ‘রক্তক্ষরণ-কেন্দ্র’ তৈরি করতে চলেছেন শোভন৷ শোনা যাচ্ছে কলকাতার সহ-পর্যবেক্ষক বৈশাখী তৃণমূলেন অধ্যাপক সংগঠনে ভাঙন ধরিয়ে বেশ কিছু অধ্যাপককেও সোমবার বিজেপিতে সামিল করছেন৷

সব মিলিয়ে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক কলকাতায় এতদিন তুলনায় কম ছিলো৷ শোভন চট্টোপাধ্যায় সক্রিয় হতেই এই পর্বও শুরু হতে চলেছে বলে বিজেপির দাবি৷

spot_img

Related articles

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...