Friday, August 22, 2025

কেন্দ্র- কৃষক বৈঠক ফের ১৫ জানুয়ারি, সমাধান না বেরোলে প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল

Date:

Share post:

কৃষি আইন (farmers law) বাতিলের দাবিতে অষ্টম দফার আলোচনাতেও সমাধানসূত্র মিলল না। আইন ফিরিয়ে নেওয়া ছাড়া অন্য বিকল্প মানা হবে না বলে শুক্রবারের বৈঠকে কেন্দ্রকে আবারও স্পষ্ট করে জানিয়ে দিলেন কৃষকরা। আগের বৈঠকে কেন্দ্রের (centre) তরফে জানানো হয়েছিল, নয়া কৃষি আইন প্রত্যাহার করা সম্ভব নয়। তবে প্রতিবাদের ক্ষেত্রগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করে সংশোধনী আনতে রাজি সরকার। কিন্তু অনড় অবস্থান বজায় রেখে কৃষকরা (farmers) পাল্টা হঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আইন বাতিল করা না হলে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে বিশাল ট্র‌্যাক্টর মিছিল (tractor rally) বের করা হবে। আপাতত ঠিক হয়েছে, ১৫ জানুয়ারি কৃষক সংগঠনগুলির সঙ্গে ফের বৈঠকে বসবেন কেন্দ্রের মন্ত্রী ও আধিকারিকরা।

সূত্রের খবর, এদিনের বৈঠকে কেন্দ্রের তরফে বলা হয়, নতুন কৃষি আইন শুধু পাঞ্জাব বা হরিয়ানার জন্য আনা হয়নি , তা গোটা দেশের জন্য আনা হয়েছে। ফলে এই দুই রাজ্যের কৃষকদের দাবি মেনে পুরো আইন বাতিল সম্ভব নয়। তখন কৃষকরা পাল্টা বলেন, কেন্দ্রীয় আইন প্রত্যাহারের দাবি থেকে তাঁরা সরছেন না। বরং রাজ্যগুলি তাদের প্রয়োজনমত বিধানসভায় এই নিয়ে রাজ্যওয়াড়ি পৃথক শর্ত যুক্ত করে আইন আনুক।

আরও পড়ুন : রাজ‌্য সহযোগিতা করলে কিষাণ-নিধির টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্র

কৃষক নেতাদের বক্তব্য, শীর্ষ আদালত বহুবার রায় দিয়ে জানিয়েছে, কৃষিক্ষেত্র সম্পূর্ণ রাজ্যের বিষয়। কেন্দ্রের এই বিষয় নিয়ে মাথা ঘামানো উচিত নয়। জানা যাচ্ছে বৈঠকে এক কৃষক বলেন, এতদিন ধরে আলোচনা চলছে ঠিকই, কিন্তু আপনারা এই সমস্যার সমাধান চাইছেন না বলেই মনে হচ্ছে। যদি তাই হয়, তাহলে আমাদের স্পষ্ট জানিয়ে দিন, আমরা চলে যাচ্ছি। কেন সবার সময় নষ্ট করছেন?‌ এদিনের বৈঠকে উপস্থিত সর্বভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় কমিটির সদস্য কবিতা কুরুগান্তি জানান, সরকার আমাদের জানিয়েছে, তারা নয়া আইন প্রত্যাহার করতেই চায় না। সেক্ষেত্রে কৃষক আন্দোলন (farmers protest) অব্যাহত থাকবে। আন্দোলনের তীব্রতা আরও বাড়বে।

Advt

spot_img

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...