Thursday, August 21, 2025

প্রধান শিক্ষককে নিগ্রহের অভিযোগ পরিচালন সমিতির সদস্যের বিরুদ্ধে

Date:

Share post:

কোচবিহারে(Coochbihar) স্কুলের প্রধান শিক্ষককে(teacher) নিগ্রহের অভিযোগ উঠল পরিচালন সমিতির এক সদস্যের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের মণীন্দ্রনাথ হাইস্কুলে(manindra nath High school)। কোচবিহারের এম জে এন হাসপাতাল ও মেডিকেল কলেজে চিকিৎসাধীন ওই প্রধান শিক্ষক।

স্কুল সূত্রে দাবি, শুক্রবার স্কুল পরিচালন কমিটির সদস্যদের সাথে আলোচনা ছিল। এর পরেই শিক্ষক ও সদস্যদের সাথে বচসা বাঁধে স্কুলের প্রধান শিক্ষক প্রফুল্ল মজুমদারের৷ তখন একজন পরিচালন কমিটির সদস্য তার ওপর চড়াও হয়েছেন বলে অভিযোগ৷ অভিযোগ, তাপস পন্ডিত নামে স্কুল পরিচালন কমিটির এই সদস্য তৃণমূল কংগ্রেসের খাগড়াবাড়ি অঞ্চল কমিটির সহ সভাপতির দায়িত্বে আছেন।

আক্রান্ত প্রধান শিক্ষক প্রফুল্ল মজুমদারের বলেন, আলোচনার মধ্যে হঠাৎ এভাবে নিগ্রহ করা হবে তিনি ভাবতেই পারেননি। রাতে বাড়ি ফেরার পর মাথায় যন্ত্রণা শুরু হয়। পরে শনিবার তিনি কোচবিহার এম জে এন হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি হন। তাঁর আরও দাবি, স্কুলের প্রধান শিক্ষক পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই কিছু শিক্ষক ষড়যন্ত্র করে চলেছেন। সে কারণেই কিছু স্কুল শিক্ষক বিভিন্ন দাবি নিয়ে চেচামেচি করার মাঝে এক পরিচালন কমিটির সদস্যকে দিয়ে হামলা করানো হয়েছে।

আরও পড়ুন:প্রথমদিন টিকা নিয়ে বিতর্কের মুখে কয়েকজন জনপ্রতিনিধি!

যদিও অভিযুক্ত স্কুল পরিচালন কমিটির সদস্য ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সহ সভাপতি তাপস পন্ডিত দাবি করে বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। তিনি কখনই প্রধান শিক্ষকের গায়ে হাত তোলেননি। বচসা হয়েছে তাদের সাথে। এক শিক্ষিকা দীর্ঘ ৯ মাস থেকে স্কুলে আসেন না তাই প্রধান শিক্ষককে অভিযোগ জানিয়েছেন তারা। প্রধান শিক্ষক ওই শিক্ষিকার থেকে আর্থিক সুবিধা পাচ্ছেন বলেই তিনি শিক্ষিকার অনুপস্থিতি নিয়ে কোনও ব্যবস্থা নেননি বলে দাবি স্কুল পরিচালন কমিটির সদস্য তৃণমূল কংগ্রেস নেতার। যদিও এ ব্যাপারে মনীন্দ্রনাথ হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি কৃষেন্দু আইচ বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছেন। তাদের সাথে কথাও হয়েছে। এ ব্যাপারে আলোচনায় বসবে স্কুল পরিচালন কমিটি।

Advt

spot_img

Related articles

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...