Friday, November 7, 2025

প্রধান শিক্ষককে নিগ্রহের অভিযোগ পরিচালন সমিতির সদস্যের বিরুদ্ধে

Date:

Share post:

কোচবিহারে(Coochbihar) স্কুলের প্রধান শিক্ষককে(teacher) নিগ্রহের অভিযোগ উঠল পরিচালন সমিতির এক সদস্যের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের মণীন্দ্রনাথ হাইস্কুলে(manindra nath High school)। কোচবিহারের এম জে এন হাসপাতাল ও মেডিকেল কলেজে চিকিৎসাধীন ওই প্রধান শিক্ষক।

স্কুল সূত্রে দাবি, শুক্রবার স্কুল পরিচালন কমিটির সদস্যদের সাথে আলোচনা ছিল। এর পরেই শিক্ষক ও সদস্যদের সাথে বচসা বাঁধে স্কুলের প্রধান শিক্ষক প্রফুল্ল মজুমদারের৷ তখন একজন পরিচালন কমিটির সদস্য তার ওপর চড়াও হয়েছেন বলে অভিযোগ৷ অভিযোগ, তাপস পন্ডিত নামে স্কুল পরিচালন কমিটির এই সদস্য তৃণমূল কংগ্রেসের খাগড়াবাড়ি অঞ্চল কমিটির সহ সভাপতির দায়িত্বে আছেন।

আক্রান্ত প্রধান শিক্ষক প্রফুল্ল মজুমদারের বলেন, আলোচনার মধ্যে হঠাৎ এভাবে নিগ্রহ করা হবে তিনি ভাবতেই পারেননি। রাতে বাড়ি ফেরার পর মাথায় যন্ত্রণা শুরু হয়। পরে শনিবার তিনি কোচবিহার এম জে এন হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি হন। তাঁর আরও দাবি, স্কুলের প্রধান শিক্ষক পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই কিছু শিক্ষক ষড়যন্ত্র করে চলেছেন। সে কারণেই কিছু স্কুল শিক্ষক বিভিন্ন দাবি নিয়ে চেচামেচি করার মাঝে এক পরিচালন কমিটির সদস্যকে দিয়ে হামলা করানো হয়েছে।

আরও পড়ুন:প্রথমদিন টিকা নিয়ে বিতর্কের মুখে কয়েকজন জনপ্রতিনিধি!

যদিও অভিযুক্ত স্কুল পরিচালন কমিটির সদস্য ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সহ সভাপতি তাপস পন্ডিত দাবি করে বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। তিনি কখনই প্রধান শিক্ষকের গায়ে হাত তোলেননি। বচসা হয়েছে তাদের সাথে। এক শিক্ষিকা দীর্ঘ ৯ মাস থেকে স্কুলে আসেন না তাই প্রধান শিক্ষককে অভিযোগ জানিয়েছেন তারা। প্রধান শিক্ষক ওই শিক্ষিকার থেকে আর্থিক সুবিধা পাচ্ছেন বলেই তিনি শিক্ষিকার অনুপস্থিতি নিয়ে কোনও ব্যবস্থা নেননি বলে দাবি স্কুল পরিচালন কমিটির সদস্য তৃণমূল কংগ্রেস নেতার। যদিও এ ব্যাপারে মনীন্দ্রনাথ হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি কৃষেন্দু আইচ বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছেন। তাদের সাথে কথাও হয়েছে। এ ব্যাপারে আলোচনায় বসবে স্কুল পরিচালন কমিটি।

Advt

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...