Tuesday, December 23, 2025

হার্ভার্ডে সাংবাদিকতা বিভাগই নেই, অনলাইন প্রতারণার শিকার NDTV-র প্রাক্তন সাংবাদিক

Date:

Share post:

অনলাইন প্রতারণার শিকার হলেন NDTV-র প্রাক্তন সাংবাদিক নিধি রাজদান (Nidhi Razdan)। NDTV-র চাকরি ছেড়ে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তাঁর শিক্ষকতা করার কথা ছিল। কিন্তু এরই মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (Harvard University) কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে কোনও সাংবাদিকতার বিভাগই নেই। তারপরই ছড়িয়েছে চাঞ্চল্য। শুক্রবার টুইট করে একথা জানিয়েছেন নিধি।

প্রায় দুই দশকের ওপর সাংবাদিকতা করার পর এনডিটিভি-র চাকরি ছাড়েন নিধি রাজদান। হার্ভার্ডের পক্ষ থেকে তাঁকে বলা হয়েছে, তাদের নথিতে নিধিকে চাকরি দেওয়ার কোনও তথ্য নেই।

রাজদান জানিয়েছেন, তাঁর মনে হয়েছিল তিনি এই নামজাদা বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসরের চাকরি পেয়েছেন। কিন্তু ক্রমশই সব উল্টোপাল্টা হতে থাকে। তিনি বোঝেন তিনি কোনও প্রতারণা চক্রের হাতে পড়েছেন। এটা তিনি বুঝতে পারেন, যখন করোনার অজুহাত দিয়ে তাঁর জয়েনিং ডেট সেপ্টেম্বর ২০২০ থেকে জানুয়ারি ২০২১ করা হয়। করোনার জেরে হার্ভার্ডে বর্তমানে পুরোপুরি অনলাইন ক্লাস চলছে।

গোলমালের কথা বুঝতে পেরে নিধি হার্ভার্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর সঙ্গে যে আলোচনা হয়েছে চাকরি সংক্রান্ত, সেটা বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠান তিনি। কিন্তু জানা যায় যে পুরোটাই ভুয়ো। তিনি বড়সড় সাইবার অ্যাটাকের শিকার হয়েছেন।

ফিশিংয়ের শিকার হয়েছেন তিনি, বলে অভিযোগ করেন নিধি। অপরাধীদের খোঁজে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন রাজদান।

জানা গিয়েছে, হার্ভার্ডে যে কর্মীদের নাম নিধি বলেছেন তাঁরা সেখানে কাজই করে না। নিধিকে যে অফার লেটার পাঠানো হয়েছিল তার মধ্যেও অনেক ত্রুটি আছে বলে জানিয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষ।

 

ইতিমধ্যেই এই গোটা ঘটনার তদন্তের জন্য জম্মু-কাশ্মীর পুলিশের সাইবার সেলের কাছে অভিযোগ করেছেন নিধি রাজদান। জানা গিয়েছে, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন : কোভিশিল্ড চাই, গুরুতর অভিযোগ তুলে কোভ্যাক্সিনে অরাজি RML হাসপাতালের ডাক্তাররা

Advt

spot_img

Related articles

‘বৃদ্ধ’ হওয়ার আক্ষেপ সলমনের! সোশ্যাল মিডিয়ায় ভাইজান লিখলেন…

'বয়স একটা সংখ্যা মাত্র' - কথাটা সাহিত্যে, কাব্যে বা বক্তৃতায় ভালো লাগলেও বাস্তবে ব্যাপারটা মেনে নেওয়া অতটা সহজ...

বিজেপি রাজ্য রাজস্থানে মহিলাদের স্মার্ট ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা! 

মহিলাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল রাজস্থানের (Rajasthan) গাজীপুরের চৌধুরী সম্প্রদায়। যখন গোটা পৃথিবী হাতের মুঠোয় শুধুমাত্র...

সাইবার জালিয়াতির শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন পঞ্জাবের প্রাক্তন আইপিএস!

কোটি কোটি টাকা সাইবার জালিয়াতি (Cyber Crime) শিকার পঞ্জাবের প্রাক্তন পুলিশ কর্তা। অবসাদে নিরাপত্তারক্ষীর রাইফেল হাতিয়ে আত্মহত্যা করার...

ক্রিসমাসের রাতে অতিরিক্ত মেট্রো, বদল সূচিতেও!

বড়দিনের ভিড়ের কথা মাথায় রেখে ক্রিসমাসে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। পার্কস্ট্রিট থেকে ধর্মতলা...