Monday, August 25, 2025

‘বাংলায় আইনের শাসন নেই’, শীর্ষ আদালতে মামলা দায়ের করল বিজেপি

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে শাসকদল তৃণমূলকে(TMC) কোণঠাসা করতে সমস্ত রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি(BJP)। সেই ধারা অব্যাহত রেখে এবার শীর্ষ আদালতে মামলা দায়ের করল গেরুয়া শিবির। তাদের অভিযোগ পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। বিজেপির নেতাকর্মীদের ওপর লাগাতার হিংসা চলছে রাজ্যে। বিজেপি তরফে সুপ্রিম কোর্টে(Supreme court) দায়ের করা এই মামলার শুনানি হবে আগামীকাল সোমবার।

বিজেপি দায়ের করা মামলায় বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রশাসন বিজেপি নেতাদের সুরক্ষা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। সব জায়গায় তোষণের নীতি চলছে। বঙ্গে আইনের শাসন পুরোপুরি লুপ্ত হয়েছে। এই মামলার প্রেক্ষিতে বিজেপির হাতিয়ার গত ডিসেম্বর মাসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda) কনভয় হামলার ঘটনা। অন্যদিকে সম্প্রতি রাজ্যে এসেই আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ ছিল গত এক বছরে এই রাজ্যে ৩০০-‘র বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন। অথচ সেই সমস্ত মামলায় নিষ্ক্রিয়তা দেখাচ্ছে পুলিশ। অভিযোগ দায়ের হলেও কোনরকম গ্রেফতারের ঘটনা ঘটেনি। অমিত শাহ শুধুই নন প্রতিমুহূর্তে আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

আরও পড়ুন:ভিক্টোরিয়ার ঘটনাকে উচ্ছৃঙখল বানরের আচরণ বলে কটাক্ষ তৃণমূলের

অন্যদিকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা প্রসঙ্গে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে বদ্ধপরিকর তারা। প্রয়োজনের অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী আনারও আভাষ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এহেন অবস্থায় মাঝেই এবার আইনশঙ্খলা ইস্যুতে শীর্ষ আদালতে মামলা দায়ের করল গেরুয়া শিবির।

Advt

spot_img

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...