🔹সেনসেক্স ৫০,৭৩১.৬৩ (⬆️ ০.২৩%)

🔹নিফটি ১৪,৯২৪.২৫ (⬆️ ০.১৯%)

দূঃসময় কাটিয়ে কেন্দ্রের বাজেট ঘোষণার পর থেকেই চাঙ্গা হয়ে উঠেছে দেশের শেয়ারবাজার। দেশের অর্থনৈতিক(economy) বৃদ্ধি ঘটাতে বিদেশি বিনিয়োগ ও আমদানি শুল্ক কমানোর মতো একাধিক সিদ্ধান্তের জেরে শেয়ারবাজারে কার্যত খুশির জোয়ার গত কয়েকদিন ধরেই। বুধবারই ৫০ হাজারের গণ্ডি পার করে নতুন রেকর্ড গড়েছিল সেনসেক্স। এরপর থেকে প্রতিদিন নয়া রেকর্ড গড়ছে দেশের শেয়ারবাজার। শুক্রবারও সে ধারা অব্যাহত রইল। সেনসেক্সের পাশাপাশি এদিন রেকর্ড গড়েছে নিফটিও। দিনের শেষে দেখা গেল কার্যত শিখর ছুঁয়ে ১১৭.৩৪ পয়েন্ট বেড়েছে সেনসেক্স(Sensex)। পাশাপাশি ২৮.৬০ পয়েন্ট বেড়েছে নিফটিও(Nifty)।

সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট একের পর এক নয়া ঘোষণার ফলে ধীরে ধীরে বাড়তে শুরু করে সেনসেক্সের সূচক। সেই ধারা অব্যাহত রেখে শুক্রবারও খুশির হাওয়া বইছিলো দালাল স্ট্রিটে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ১১৭.৩৪ পয়েন্ট বা ০.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০,৭৩১.৬৩।

আরও পড়ুন:‘চুপ থাকব না’, কৃষক সমর্থনে এবার কমলা হ্যারিসের ভাইজি মিনা

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, শুক্রবার ২৮.৬০ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৯২৪.২৫। রিপোর্ট বলছে, ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল, আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এদিন।
