Monday, August 25, 2025

Football-Analogy ব্যবহার করে রাজনীতিতে নতুন শব্দ আমদানি মোদির

Date:

Share post:

হালফিলের রাজনীতিতে নতুন শব্দ আমদানি করলেন বিজেপির শীর্ষ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
বঙ্গ-সফরে হলদিয়ায় এসে রবিবার প্রধানমন্ত্রী (PM Modi ) একতরফা আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে (TMC )৷ শাসকদলের তীব্র সমালোচনা করে নরেন্দ্র মোদি বলেছেন, “আমি জানতে চাই কেন বাংলা এতটা পিছিয়ে পড়ল? মমতার শাসনের দশ বছরে শুধুই নির্মমতা, বাংলার মানুষ তাই এখন পরিবর্তন চাইছেন। মা, মাটি, মানুষের সরকারের জন্য টাকা পায়নি রাজ্যের কৃষকরা৷ পিএম নিধি প্রকল্পে দেশের ১০ কোটি কৃষক টাকা পেয়েছেন। কিন্তু এই প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের কৃষকরা পায়নি। তৃণমূলের সরকার কৃষকদের এই টাকা থেকে বঞ্চিত করেছে”।

প্রধানমন্ত্রী বলেন, “চাপে পড়ে কিছুদিন আগে কৃষকদের নাম পাঠিয়েছে বাংলার সরকার। বাংলার প্রায় ২৫ লক্ষ কৃষক তৃণমূল সরকারের কাছে আবেদন জানিয়েছেন। কিন্তু ২৫ লক্ষের মধ্যে মাত্র ৬ হাজার কৃষকের নাম পাঠিয়েছে রাজ্য। কেন্দ্র সরকার এখনও ৬ হাজার কৃষককে টাকা পাঠাতে পারছে না। কারন, কৃষকদের ব্যাঙ্কের তথ্য কেন্দ্রকে দেয়নি রাজ্য সরকার। মা, মাটি, মানুষের সরকারের জন্য টাকা পায়নি কৃষকরা।” তিনি বলেন, “রাজনীতির দুর্বৃত্তায়ন করেছে তৃণমূল সরকার৷ বাংলার সরকার দুর্যোগের সময়ও দুর্নীতিতে জড়িয়েছে। আমফানের ত্রাণ নিয়েও দুর্নীতি হয়েছে। অথচ দিদিকে উন্নয়ন নিয়ে প্রশ্ন করলেই রেগে যান। ভারত মাতার স্লোগান শুনলেও রেগে যান মমতা”। মোদিজি বলেন, “বাংলায় কংগ্রেস আমলে দুর্নীতি ছিল। বামেদের আমলেও উন্নয়ন থমকে ছিল। মমতার পরিবর্তনের সওয়ালে ভরসা করেছিলেন অনেকে। মমতার শাসনকালে বাংলায় পরিবর্তন নয়, বাম শাসনের পুনরুজ্জীবন হয়েছে। বাংলায় শুধু অপরাধ, হিংসার পুনরুজ্জীবন হয়েছে।”

আর এর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভামঞ্চে ফুটবল Analogy ব্যবহার করে বলেন, “তৃণমূল পরপর অনেক ফাউল করেছে৷ টাকা লুঠ, বিরোধীদের আক্রমণ, বাংলায় মানুষ সব দেখছে। এবার তৃণমূলকে ‘রামকার্ড’ (Ramcard) দেখাবে বাংলা”৷

প্রধানমন্ত্রীর তৈরি করা এই ‘রামকার্ড’ নিয়ে বঙ্গ- রাজনীতিতে সঙ্গে সঙ্গেই চরম কৌতূহল তৈরি হয়েছে, কী এই ‘রামকার্ড’ ? কোথায় পাওয়া যায় ? এই ‘রামকার্ড’-এর কার্যকারিতা কতখানি ? কেন্দ্রীয় সরকারকেও প্রয়োজনে প্রধানমন্ত্রীর ইস্যু করা ওই ‘রামকার্ড’ দেখানো যায কি’না, সে প্রশ্নও অনেকে তুলেছেন৷

আরও পড়ুন- ‘গড়াপেটা করেছে তৃণমূল,বাম কং’, নয়া তত্ত্বের হদিশ দিলেন মোদি

Advt

spot_img

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...