Tuesday, November 11, 2025

তারাপীঠে পুজো দিয়ে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা নাড্ডার, তোপ তৃণমূলকে

Date:

Share post:

বঙ্গ নির্বাচনকে মাথায় রেখে বিজেপির(BJP) রাজনৈতিক প্রচার ‘পরিবর্তন যাত্রা’র(Parivartan Yatra) আনুষ্ঠানিক সূচনা করলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। তবে সেই অনুষ্ঠান শুরুর আগে তারাপীঠে পুজো দিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়(Babul Supriyo)। পাশাপাশি অনুব্রত গড়ে এদিন বিজেপির জনসভা থেকেও চাঁচাছোলা ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ শানান তিনি। পাশাপাশি বাংলার সংস্কৃতি ও উন্নয়নে জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) কতখানি ভাবিত তারও নজির তুলে ধরেন তিনি।

সম্প্রতি নবদ্বীপে ‘পরিবর্তন যাত্রা’র প্রথম দফার সূচনার পর, মঙ্গলবার বীরভূম থেকে পরিবর্তন যাত্রার দ্বিতীয় পর্যায়ের সূচনা করেন তিনি। এখানেই তারাপীঠের চিলার মাঠে বক্তব্য রাখতে উঠে নাড্ডা বলেন, ‘মমতার রাজত্বে বাংলার সংস্কৃতি বিপদের মুখে রয়েছে। আজ বাংলায় বহিরাগত তকমা দেওয়া হচ্ছে, ভাই ভাইয়ের মধ্যে লড়াই বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই বাংলার পরিবর্তন ঘটিয়ে আসল বাংলাকে ফেরাতে হবে।’ সেই লক্ষ্যেই এই ‘পরিবর্তন যাত্রা’ বলে জানান তিনি। পাশাপাশি বলেন, ‘এই পরিবর্তন যাত্রার মাধ্যমে প্রত্যেকের বাড়িতে যাবে বিজেপি। বাড়ি বাড়ি গিয়ে বাংলার মানুষকে জাগ্রত করা হবে।’ এরপর পরিবর্তনের ডাক দিয়ে নাড্ডা বলেন, ‘অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা।’

আরও পড়ুন:দুর্নীতি চাপা দিতেই বিজেপিতে গিয়ে হাম্বা হাম্বা করছে, দলত্যাগীদের তোপ মমতার

এছাড়াও পশ্চিমবঙ্গের উন্নয়ন ও সংস্কৃতি রক্ষার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতখানি ভাবিত তার খতিয়ান তুলে ধরে হলদিয়ায় প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের প্রসঙ্গ টেনে আনেন জেপি নাড্ডা। বলেন, ‘দুদিন আগে প্রধানমন্ত্রী হলদিয়ায় ৪,৭০০ কোটির প্রকল্প ঘোষণা করেছেন। কলকাতা মেট্রো প্রকল্পের জন্য ৮৫০০ কোটির বরাদ্দ হয়েছে। জাতীয় সড়ক বাবদ ৭৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রীর হৃদয়ে রয়েছে বাংলা।’ পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরে তিনি বলেন, ‘করোনার সময় কেন্দ্র সরকার রেশন পাঠিয়েছে। সেই রেশন গরিব মানুষ পাননি, তৃণমূলের নেতাদের বাড়িতে পাওয়া গেছে।’ একই সঙ্গে তাঁর দাবি, ‘বাংলায় মানব-পাচার সবথেকে বেশি হয়। অপরাধ এখন বাংলায় সবথেকে বেশি। রাজীব, মুকুলরা সমাজের সেবা করতে চেয়েছিলেন। কিন্তু মমতার মাটিরও চিন্তা নেই, মানুষেরও চিন্তা নেই। এই সরকারের ক্ষমতায় বাংলায় বাক স্বাধীনতা নেই।’

Advt

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...