ইংল‍্যান্ডের কাছে ম‍্যাচ হেরে চাপে ভারত

চেন্নাইয়ের মাটিতে ইংল‍্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে চাপে ভারত। জো রুটদের কাছে হারের ফলে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ( world test championship )রাস্তা কঠিন হয়ে পড়ল ভারতীয় দলের (india team) কাছে। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের যেতে হলে ইংল‍্যান্ডের বিরুদ্ধে বাকি তিন ম‍্যাচে জিততেই হবে বিরাট কোহলির দলকে।

ইংল‍্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচ হেরে এই মুহূর্তে ৪৩০ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে নেমে এলেন বিরাটরা। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপে যেতে ভারতের দরকার ৭০ পয়েন্টের দরকার। ৪ ম্যাচের সিরিজে, ম্যাচ জিতলে পাওয়া যাবে ৩০ পয়েন্ট, আর ড্র করলে পাবে ১০পয়েন্ট। তাই বাকি ৩ ম্যাচে অন্তত দুটো ম্যাচে জয় এবং একটিতে ড্র করতেই হবে বিরাট কোহালিদের। না হলে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের দরজা বন্ধ হয়ে যাবে ভারতীয় দলের কাছে।

এদিকে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল ইংল্যান্ড। ৪৪২ পয়েন্ট তাদের। ৪২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড।

আরও পড়ুন:প্রথম টেস্টে ২২৭ রানে জয় ইংল‍্যান্ডের

Advt

 

 

Previous articleরাজ্যে ২০০ আসনে প্রার্থী দিতে চায় ভারত জাগো জনতা পার্টি
Next articleতারাপীঠে পুজো দিয়ে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা নাড্ডার, তোপ তৃণমূলকে