Monday, May 12, 2025

আকাশের মুখ ভার, কিছু তৃণমূল নেতাদেরও, চাঙ্গা করতে একটু পরেই মহামিছিল তৃণমূল নেত্রীর কিশোর সাহার কলম

Date:

Share post:

কিশোর সাহা

আকাশেরও মুখ ভার। তৃণমূলের শিলিগুড়ির প্রার্থী পদ প্রত্যাশী নেতাদেরও মুখ গোমড়া। উভয়ত প্রতিকূল আবহাওয়া! তা উপেক্ষা করে দলের সবাইকে তরতাজা করতে আজ, রবিবার একটু পরেই শিলিগুড়িতে আসরে নামছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী জানিয়ে দিয়েছেন, ঝড়-ঝঞ্ঝা যাই-ই হোক না কেন সিলিন্ডার নিয়ে দাম বৃদ্ধির প্রতিবাদে আজ দার্জিলিং মোড় থেকে হাসমি চক অবধি মহামিছিল হবেই।

ঘটনা হল, রবিবার সকাল থেকে মাঝেমধ্যেই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে শিলিগুড়িতে। তাতেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিলিন্ডার মিছিলের আয়োজকদের বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে। তৃণমূল সূত্রের খবর, বৃষ্টির কথা মাথায় রেখে সকলকেই তেমন প্রস্তুতি নিতে বলা হয়েছে। ইতিমধ্যেই ছাতা মাথায় আসরে নেমেছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার-কর্মীরা। তৃণমূলের জেলা নেতাদের একাংশও হাজির হয়েছেন দার্জিলিং মোড় ও হাসমি চকে।

আরও পড়ুন –জ্বালানির দাম বাড়িয়ে মানুষকে লুট করছে বিজেপি, আঘাত হানছে মহিলাদের উপর: মমতা

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন সারাদিনই শিলিগুড়ির আকাশ মেঘলা থাকতে পারে। সারা দিনে কয়েক দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সকালে ৭ টা নাগাদ প্রথম বৃষ্টি হয়। তা চলেছে ঘণ্টাখানেক। পরে বেলা সাড়ে ৯টার দিকে ফের বৃষ্টি হয়েছে। বেলা সাড়ে ১০টাতেও ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। তা নিয়েই দুশ্চিন্তা কিছুটা রয়েছে মিছিলের উদ্যোক্তাদের মধ্যে।

আজ, রবিবারই কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় নেতা নরেন্দ্র মোদির জনসভা রয়েছে। একই দিনে শিলিগুড়িতে ভোটের প্রচার করতে শনিবারই পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী। তিনি জানিয়ে দিয়েছেন, রান্নার গ্যাসের অস্বাভাবিক দাম বেড়েছে বলে সিলিন্ডার নিয়ে প্রতিবাদ মিছিল করবেন শিলিগুড়িতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিলের পুরোভাগে থাকবেন তৃণমূলের শিলিগুড়ির প্রার্থী ওমপ্রকাশ মিশ্র।
ঘটনাচক্রে, ওমপ্রকাশবাবুকে প্রার্থী করায় শিলিগুড়ির তৃণমূলের একাংশ হতাশ ও ক্ষুব্ধ। তাঁদেরও মুখ ভার। বিশেষত, নান্টু পালের মতো অনেক নেতাই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। দলের নেতাদের একাংশ তো ঘরবন্দি হয়ে থাকার কথাও ভাবছেন। তারই মধ্যে দার্জিলিং জেলার তৃণমূল সভাপতি রঞ্জন সরকারকে উদয়াস্ত ছোটাছুটি করতে দেখা যাচ্ছে। যদিও ওমপ্রকাশবাবু শনিবার রাত থেকে এয়াবৎ ১০টি দলীয় মিটিং সেরেছেন। তাঁর দাবি, ক্ষোভ প্রশমিত হয়ে সকলে মিলেই মহামিছিলে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন-অভিমান কেটেছে আরাবুলের, রেজাউলের হয়েই ঝাঁপিয়ে পড়তে চান ভাঙরের তৃণমূল নেতা?

বস্তুত, মেঘ ভারাক্রান্ত শিলিগুড়ির আকাশ। শিলিগুড়ির তৃণমূলের অন্দরেও কেমন একটা গুমোট পরিবেশ। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী সেই মেঘাচ্ছন্ন ভাব কাটিয়ে ঝকঝকে রোদের মতো পরিবেশ কীভাবে তৈরি করেন সেটাই দেখার বিষয়।

Advt

spot_img

Related articles

জঙ্গি ও মদতদাতাদের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ জারি থাকবে: কড়া বার্তা মোদির

৮ও ৯ মে ভারতে হামলা চালানোর অপচেষ্টা হয়েছিল। তার মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই কারণেই দশ তারিখ...

কর্মমুখী শিক্ষায় জোর! রাজ্যে আরও ১৮টি নতুন আইটিআই গড়ে তুলছে সরকার

কর্মসংস্থানমুখী শিক্ষায় আগ্রহ বৃদ্ধির প্রেক্ষিতে  বড়সড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রাজ্যের ১১টি জেলায় আরও ১৮টি নতুন ইন্ডাস্ট্রিয়াল...

উত্তেজনার আবহে কালোবাজারি রুখতে পদক্ষেপ!  কলকাতা ও জেলার বাজারে হানা টাস্কফোর্সের 

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার আবহে রাজ্যে কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত টাস্কফোর্স সক্রিয় হয়েছে। সোমবার কলকাতা...

ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি: আবারও নরেন্দ্র মোদির আগে ঘোষণা করলেন ট্রাম্প 

ভারত ও পাকিস্তানের সামরিক উত্তেজনার আবহে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের একবার বাণিজ্যের ভয় দেখিয়ে...