Thursday, August 28, 2025

‘ধর্ষিতাকে বিয়ের পরামর্শ ধর্ষককে’! প্রধান বিচারপতির দাবি, মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে

Date:

Share post:

এক নাবালিকা ধর্ষণ মামলায় অভিযুক্ত সরকারি কর্মচারীকে নাকি ধর্ষিতাকে বিয়ের পরামর্শ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে(S A Bobde)। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয় গোটা দেশে। সে প্রসঙ্গে এবার মুখ খুললেন শীর্ষ আদালতের(Supreme Court) প্রধান বিচারপতি। এসএ বোবদের দাবি, এমন কোনও মন্তব্য তিনি করেননি যাতে মহিলাদের অসম্মান হয়। একইসঙ্গে তিনি এটাও জানিয়েছেন তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে সংবাদমাধ্যমে।

সম্প্রতি একটি মামলার শুনানিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির একটি মন্তব্য প্রকাশ্যে আসে একাধিক সংবাদমাধ্যমের মাধ্যম মারফত। যেখানে দাবি করা হয় প্রধান বিচারপতি এস এ বোবদে পকসো আইনে এক অভিযুক্তকে পরামর্শ দিচ্ছেন ধর্ষিতাকে বিয়ে করার জন্য। সংবাদ মাধ্যমগুলোতে লেখা হয় বিচারপতি বলেছেন, ‘আপনি যদি ওকে বিয়ে করেন, তাহলে আমরা আপনাকে সাহায্য করতে পারি। যদি তা না হয় আপনি চাকরি হারাবেন এবং জেলেও যাবেন।’

আরও পড়ুন:ভারতে আশ্রয় নেওয়া পুলিশ কর্মীদের ফেরত চেয়ে চিঠি দিল মায়ানমার

তবে নিজের বিরুদ্ধে ওঠা এহেন অভিযোগ সম্পূর্ণরূপে খণ্ডন করে আন্তর্জাতিক নারী দিবসের দিন বিচারপতি জানালেন, ‘ওইদিন আমি অভিযুক্তকে বিয়ে করবেন কি না জিজ্ঞাসা করিনি। আমি শুধু জিজ্ঞাসা করেছি আপনি কি বিয়ে করতে চলেছেন?’ প্রধানবিচারপতি বক্তব্যের যে ভুল ব্যাখ্যা করা হয়েছে এদিন সে কথা স্বীকার করে নেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, ‘প্রধান বিচারপতির এহেন প্রশ্নের প্রেক্ষাপট সম্পূর্ণরূপে আলাদা ছিল। এই ধরনের মন্তব্য তার আসল বক্তব্যের ভুল ব্যাখ্যা।’

Advt

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...