Tuesday, November 11, 2025

মিঠুনকে প্রার্থী করল না বিজেপি, কোন তারকারা পেলেন না টিকিট?

Date:

Share post:

পশ্চিমবঙ্গে সব আসনেই প্রার্থী দিল ভারতীয় জনতা পার্টি। দফায় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। আজকের প্রার্থী তালিকাতেও নাম নেই সুপারস্টার মিঠুন চক্রবর্তীর। সঙ্গে একাধিক তারকাদের নাম নেই প্রার্থী তালিকায়।

কিছুদিন আগেই কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের ভোটার হন মিঠুন চক্রবর্তী। কাশীপুর-বেলগাছিয়া এলাকায় মিঠুনের বোনের বাড়ি। তাঁর বোনের বাড়ির ঠিকানায় ভোটার হয়েছেন তিনি। তাঁর ভগ্নীপতি জানিয়েছিলেন, বেশিদিন নয়, কিছুদিন আগেই কলকাতার ভোটার হয়েছেন মিঠুন বসন্ত চক্রবর্তী। কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২২/১৮০ রাজা মণীন্দ্র রোডের এই বাড়ির ঠিকানা রয়েছে মিঠুনের ভোটার কার্ডে। তখন থেকেই খুব স্বাভাবিক ভাবেই জল্পনা চলছিল সেই কেন্দ্রের প্রার্থী হওয়ার। অবশেষে আজকের প্রার্থী তালিকাও নাম ছিলনা মিঠুন চক্রবর্তীর।

আরও পড়ুন-চৌরঙ্গিতে শিখার পরিবর্তে দেবব্রত, কাশীপুর-বেলগাছিয়ায় শিবাজি! নতুন তালিকায় একাধিক পরিবর্তন বিজেপির

মঙ্গলবার বিজেপি বাকি থাকা ১৩ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করতেই দেখা গেল সেখানে নেই মিঠুনের নাম। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়বেন শিবাজী সিংহরায়। বহুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন রিমঝিম মিত্র, কাঞ্চনা মৈত্র, রূপা ভট্টাচার্য, জয় বন্দ্যোপাধ্যায়, রূপাঞ্জনা, অনিন্দ্য, পুলক বন্দ্যোপাধ্যায়, পার্নো মিত্ররা। দলের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে কাঞ্চনা, রিমঝিমদের। পথে নেমে আন্দোলন করে গ্রেফতারও হয়েছেন তাঁরা। কিন্তু বিধানসভা নির্বাচনে টিকিট পেলেন না এই তারকারা। পার্নো মিত্র বছর খানেক আগে বিজেপিতে যোগ দিলেও সক্রিয় ভূমিকায় দেখা যায়নি তাঁকে। তবুও বরানগরের মতো গুরুত্বপূর্ণ আসনের দায়িত্ব তাঁর কাঁধে ছেড়েছে গেরুয়া শিবির। কিন্তু সদ্য বিজেপিতে যোগ দেওয়া যশ দাশগুপ্ত, শ্রাবন্তী, পায়েলের হাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনের ভার দিয়েছে দল। পাশাপাশি সায়ন্তন বসুও একাধিকবার আন্দোলনে নেমে গ্রেফতার হয়েছে। বিজেপির সমস্ত কর্মসূচিতে তাঁকে দেখা যায়। তিনিও বিধানসভা নির্বাচনে লড়ার টিকিট পাননি।

Advt

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...