Sunday, August 24, 2025

মিঠুনকে প্রার্থী করল না বিজেপি, কোন তারকারা পেলেন না টিকিট?

Date:

Share post:

পশ্চিমবঙ্গে সব আসনেই প্রার্থী দিল ভারতীয় জনতা পার্টি। দফায় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। আজকের প্রার্থী তালিকাতেও নাম নেই সুপারস্টার মিঠুন চক্রবর্তীর। সঙ্গে একাধিক তারকাদের নাম নেই প্রার্থী তালিকায়।

কিছুদিন আগেই কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের ভোটার হন মিঠুন চক্রবর্তী। কাশীপুর-বেলগাছিয়া এলাকায় মিঠুনের বোনের বাড়ি। তাঁর বোনের বাড়ির ঠিকানায় ভোটার হয়েছেন তিনি। তাঁর ভগ্নীপতি জানিয়েছিলেন, বেশিদিন নয়, কিছুদিন আগেই কলকাতার ভোটার হয়েছেন মিঠুন বসন্ত চক্রবর্তী। কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২২/১৮০ রাজা মণীন্দ্র রোডের এই বাড়ির ঠিকানা রয়েছে মিঠুনের ভোটার কার্ডে। তখন থেকেই খুব স্বাভাবিক ভাবেই জল্পনা চলছিল সেই কেন্দ্রের প্রার্থী হওয়ার। অবশেষে আজকের প্রার্থী তালিকাও নাম ছিলনা মিঠুন চক্রবর্তীর।

আরও পড়ুন-চৌরঙ্গিতে শিখার পরিবর্তে দেবব্রত, কাশীপুর-বেলগাছিয়ায় শিবাজি! নতুন তালিকায় একাধিক পরিবর্তন বিজেপির

মঙ্গলবার বিজেপি বাকি থাকা ১৩ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করতেই দেখা গেল সেখানে নেই মিঠুনের নাম। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়বেন শিবাজী সিংহরায়। বহুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন রিমঝিম মিত্র, কাঞ্চনা মৈত্র, রূপা ভট্টাচার্য, জয় বন্দ্যোপাধ্যায়, রূপাঞ্জনা, অনিন্দ্য, পুলক বন্দ্যোপাধ্যায়, পার্নো মিত্ররা। দলের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে কাঞ্চনা, রিমঝিমদের। পথে নেমে আন্দোলন করে গ্রেফতারও হয়েছেন তাঁরা। কিন্তু বিধানসভা নির্বাচনে টিকিট পেলেন না এই তারকারা। পার্নো মিত্র বছর খানেক আগে বিজেপিতে যোগ দিলেও সক্রিয় ভূমিকায় দেখা যায়নি তাঁকে। তবুও বরানগরের মতো গুরুত্বপূর্ণ আসনের দায়িত্ব তাঁর কাঁধে ছেড়েছে গেরুয়া শিবির। কিন্তু সদ্য বিজেপিতে যোগ দেওয়া যশ দাশগুপ্ত, শ্রাবন্তী, পায়েলের হাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনের ভার দিয়েছে দল। পাশাপাশি সায়ন্তন বসুও একাধিকবার আন্দোলনে নেমে গ্রেফতার হয়েছে। বিজেপির সমস্ত কর্মসূচিতে তাঁকে দেখা যায়। তিনিও বিধানসভা নির্বাচনে লড়ার টিকিট পাননি।

Advt

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...