Wednesday, November 12, 2025

করোনার হাত থেকে বাঁচতে হলে একাধিক মাস্ক পরা জরুরি, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

Date:

Share post:

কোভিডের হাত থেকে রক্ষা পেতে একাধিক মাস্ক পরার নিদান দিচ্ছেন নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে গেলে একাধিক স্তরের দুটি মাস্ক একসঙ্গে ব্যবহার করলে অনেক বেশি কার্যকরী হবে।

মেডিক্যাল জার্নাল JAMA-তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অনেকক্ষেত্রে অনেকের মুখে মাস্ক ফিটিংস হয় না। সেক্ষেত্রে দুটি মাস্ক একসঙ্গে ব্যবহার করলে ঝুঁকি অনেকটা কমতে পারে। সার্জিক্যাল মাস্কের ওপর একটি কাপড়ের মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার সংক্রামক রোগ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর এমিলি সিকবার্ট বেনেট জানাচ্ছেন, “চিকিৎসক্ষেত্রে যে মাস্কগুলি ব্যবহার করা হয়, সেগুলির ফিল্টার ভালো। তবে সেগুলি সবার মুখে ভালো করে ফিটিংস হয় না।”

আরও পড়ুন-করোনা মোকাবিলার কথা না ভেবে ডেইলি প্যাসেঞ্জারি করছেন মোদি: তীব্র কটাক্ষ অভিষেকের

বিভিন্ন মাস্কের লাগানো পরিস্রাবণ দক্ষতা পরীক্ষা করতে ১০ ফুট বাই ১০ ফুটের ইস্পাতের এক্সপোজার চেম্বার তৈরি করেন তাঁরা। তাতে ছিল নুনের ক্ষুদ্র ভাসমান কণা। সেই এক্সপোজার চেম্বারের মধ্যে বিভিন্ন প্রকারের মাস্ক কম্বিনেশন তৈরি করে পরীক্ষা চালানো হয়েছে। সেখানে দেখা হয়েছে, শ্বাস গ্রহণের স্থান থেকে কত দূরে নুনের ক্ষুদ্র ভাসমান কণাগুলি আটকাচ্ছে।

গবেষকরা সমীক্ষা করে দেখেছেন, একই মাস্ক সবার ক্ষেত্রে একরকম কার্যকর নাও হতে পারে। একটি মাস্ক করোনাভাইরাসকে ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত আটকাতে পারে। তবে কাপড়ের মাস্ক হলে, তা ৪০ শতাংশের বেশি হয় না। কাপড়ের মাস্কের ওপর সার্জিক্যাল মাস্ক ব্যবহার করলে কার্যকারিতা ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। কাপড়ের মাস্কটি ভালো ফিটিংস হলে, নাক—মুখের সঙ্গে সার্জিকাল মাস্কটির দূরত্ব না থাকলে এবং সবসময় প্রয়োজনীয় অংশটি ঢাকা থাকলে কার্যকারিতা আরও ১৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কিন্তু আবার ২ টি মাস্কই যদিও ভাল ফিটিং না হয়, তাহলে কোনও কাজ হবে না।

Advt

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...