তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সাধন পাণ্ডে

মদন মিত্রের (Madan Mitra) পর এবার মন্ত্রী সাধন পাণ্ডে (Sadhan Pandey)। তীব্র শ্বাসকষ্টের (Breathing Problem) ফলে মানিকতলা (Maniktala) কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী সাধন পাণ্ডেকে ভর্তি করা হয় বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে বর্ষীয়ান এই রাজনীতিবিদের করোনা টেস্ট করা হবে।

প্রসঙ্গত, দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave)। সংক্রমণ ও মৃত্যুর নিরিখে প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এই মুহূর্তে বাংলায় ম্যারাথন ভোট পর্ব চলছে। এখানেও হু হু করে বাড়ছে মারণ ভাইরাসের দাপট। বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রার্থীরা পর্যন্ত আক্রান্ত হয়েছেন। মৃত্যুও ঘটেছে।

এরই মধ্যে সাধন পাণ্ডের শ্বাসকষ্ট উদ্বেগ বাড়িয়েছে তাঁর অনুগামীদের মধ্যে। গতকাল, প্রবল শ্বাসকষ্ট নিয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।

Advt