Friday, August 22, 2025

নেবুলাইজার অক্সিজেন সিলিন্ডারের বিকল্প নয়, ভাইরাল ভিডিও নিয়ে সতর্ক করলেন ডাক্তাররা

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে স্পষ্ট হয়ে উঠেছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। হাসপাতালগুলিতে অক্সিজেনের হাহাকার। অক্সিজেনের অভাবে দিল্লিতে আজও মৃত্যু হয়েছে ২৫ জনের। এহেন সময়েই সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়(social media)। এখানে দেখা যাচ্ছে এক স্বাস্থ্যকর্মী দাবি করছেন ভয়াবহ এই অক্সিজেন সংকটে(oxygen crisis) অক্সিজেন সিলিন্ডারের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে নেবুলাইজার(nebulizer)।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে এক যুবক দাবি করেছেন, তিনি চারপাশের পরিস্থিতি দেখে অত্যন্ত দুঃখিত। মানুষজন ছুটে বেড়াচ্ছে অক্সিজেন সিলিন্ডারের জন্য যেখানে অতি সহজেই অক্সিজেনের বিকল্প হিসেবে নেবুলাইজার ব্যবহার করা যেতে পারে। এরপরই ভিডিওতে তিনি দেখান কিভাবে নেবুলাইজার ব্যবহার করা হয়। তার দাবি অনুযায়ী, ছোট্ট এই যন্ত্র ব্যবহারে রক্তে অক্সিজেনের মাত্রা বজায় থাকবে। ওই যুবক নিজের পরিচয় দেন তিনি ফরিদাবাদের সর্বোদয়া হাসপাতালের চিকিৎসক ডক্টর অলোক সেঠি। তবে ডাক্তারদের তরফে দাবি করা হয়েছে, এই ভিডিওতে যে তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভুল তথ্য। এবং কখনোই অক্সিজেন সিলিন্ডারের বিকল্প নেবুলাইজার হতে পারে না। আর যদি কেউ এটিকে সঠিক বলে ভেবে নেন এবং তা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে যান তবে তা বড়সড় ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। দুর্ভাগ্যবশত ইতিমধ্যেই এই ভিডিওটি দেখে ফেলেছেন বহু মানুষ।

এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম’-এর তরফে একাধিক ডাক্তারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়‌। যেখানে ডাক্তারদের তরফে জানানো হয়েছে এই তথ্য সর্বৈব মিথ্যা। এ প্রসঙ্গে মেদান্ত হাসপাতালে সার্জেন এন্ড গ্রুপ চেয়ারম্যান ডাক্তার অরবিন্দ সিং সোয়েল জানান, “ভিডিওটিতে যা দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এবং নিন্দা যোগ্য।” স্যার গঙ্গারাম হাসপাতালের পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের কো-ডিরেক্টর ডাক্তার ধীরেন গুপ্তা বলেন, “এটা অত্যন্ত লজ্জাজনক এবং ওই ব্যক্তির উচিত তার মেডিকেল ডিগ্রী ফেরত দেওয়া।”

আসলে নেবুলাইজারের কাজ কী?

নেবুলাইজার কোনো ওষুধ নয়, এটি শরীরে ওষুধ প্রয়োগ করার একটি মেশিন। খাওয়ার বদলে সরাসরি ওষুধের মিশ্রণকে বাষ্পাকারে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ব্যবহার করা হয় যন্ত্রের সাহায্যে। এই যন্ত্রটি দিয়ে লিকুইড মেডিসিনকে কিছুটা বাষ্পাকারে বায়ু বা অক্সিজেন দিয়ে স্প্রে বা অ্যারোসলে রূপান্তরিত করা হয়। এরপর সেই ওষুধ সহজে নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসের ভিতরে ঢোকে। এমনকি নেবুলাইজার ব্যবহারকারীকেও সময়ে সময়ে অক্সিজেন নিতে হয়।

পাশাপাশি এই ভিডিও সম্পর্কে সংবাদমাধ্যমের তরফে সরাসরি ফরিদাবাদের ডাক্তার অলোক সেঠির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভিডিওতে যে তথ্য দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল । ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তিনি মানুষকে এই ভিডিওটি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি দাবি করেন, তিনি এই ভিডিওটি যাকে পাঠিয়েছেন তিনি সম্পূর্ণ সুস্থ এবং ভিডিওটির মাধ্যমে তিনি তাকে শেখাচ্ছিলেন কীভাবে নেবুলাইজার ব্যবহার করতে হয়। এবং সাম্প্রতিক অক্সিজেনের অপ্রতুলতায় এটা প্রমাণিত ভিডিওটিতে দেওয়া তথ্য ভুল। এবং তিনি এরপর আরও একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি স্পষ্ট ভাবে জানান অক্সিজেনের বিকল্প কখনোই নেবুলাইজার নয়।

আরও পড়ুন:করোনা সুনামির মুখে ভারত, মোদিকে দুষছে আন্তর্জাতিক মিডিয়া

বিশ্ব বাংলা সংবাদের তরফে সকলের কাছে আবেদন, কঠিন এই সময়ে সতর্ক থাকুন। যেকোনো ভুল তথ্য আপনাকে আরো বিপদের মুখে ঠেলে দিতে পারে।

Advt

 

spot_img

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...