হুগলিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে পুড়ল দলীয় কার্যালয়

ভোটের ফল ঘোষণার পরেই হুগলি (Hoogli) জেলায় বিজেপির (Bjp) চরম গোষ্ঠীদ্বন্দ্বের ছবি ধরা পড়ল আরামবাগে। ডবল সেঞ্চুরি করে ক্ষমতায় এসেছে তৃণমূল (Tmc)। আর তারপরেই আবার প্রকাশ্যে আদি বিজেপি ও নব্য বিজেপির লড়াই। আর সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে আরামবাগের মায়াপুরে জ্বালিয়ে দেওয়া হল বিজেপির দলীয় কার্যালয়।

ভোটের আগে থেকেই আদি বিজেপি ও নব্য বিজেপির লড়াই বারবার সামনে আসছিল। এবার ভোটের ফল ঘোষণার পরেই বিজেপির খুব খারাপ ফলের কারণে ক্ষোভে হুগলি জেলার আরামবাগের মায়াপুরে আদি বিজেপি ও নব্য বিজেপির লড়াইতে পুড়ল বিজেপির দলীয় কার্যালয়। রাজনৈতিক মহলের মতে, এই পরিস্থিতি হুগলি জেলার বিভিন্ন জায়গায় হতে পারে।

 

Previous articleআর কিছুক্ষণ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতায়
Next articleসিএসকের তিন সদস্য করোনা পজিটিভ, মাঝপথে বাতিল হতে পারে আইপিএল!