করোনার ( Corona) কারণে মে মাসেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ( world test championship final )খেলতে ইংল্যান্ড পাড়ি দিতে পারে ভারতীয় দল( india team)। ১৮ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হওয়ার কথা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ডের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে বিরাট বাহিনীর জুনের প্রথম সপ্তাহে যাওয়ার কথা থাকলেও, করোনার কারণে মে মাসেই ইংল্যান্ডে যাওয়ার পরিকল্পনা সাজাচ্ছে বিসিসিআই(bcci)। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে কথা বলা হচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং ইংল্যান্ড সরকারের সঙ্গে। যাতে করোনার কারণে বিধিনিষেধ থাকলেও, কোহলিদের সেই দেশে যেতে কোন অসুবিধা না হয়।

তবে ইংল্যান্ডে পাড়ি দেওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডকে দলের প্রত্যেক সদস্যর সম্পর্কে বিশদে জানাতে হবে ইংল্যান্ডের সরকারকে। ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে যেতে হবে ভারতীয় দলকে। ইংল্যান্ড যাওয়ার আগে দল ঘোষণাও করে দিতে হবে বোর্ডকে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস
