Sunday, August 24, 2025

করোনা টিকায় কর ছাড়ের আর্জি: ১৬ টি টুইটে মমতাকে জবাব নির্মলার

Date:

Share post:

করোনা টিকার (covid vaccine) উপর কর (tax) ছাড়ের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। তার জবাবে দফায় দফায় ১৬ টি টুইট করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (nirmala sitaraman) বোঝালেন, কেন কর ছাড়ের আর্জি মানা সম্ভব নয়। নির্মলার যুক্তি, এই কর তুলে নিলে লাভবান হবে ব্যবসায়িক সংস্থাগুলিই। তারা তখন ইচ্ছেমত দাম বাড়ানোর সুযোগ পেয়ে যাবে আর তার ফলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ব্যখ্যা, করোনা টিকায় ৫ শতাংশ ও ওষুধ ও অক্সিজেনে ১২ শতাংশ কর বসানো জরুরি এই জিনিসগুলির ইচ্ছেমত দামবৃদ্ধি রোখার স্বার্থেই।
কোভিড সরঞ্জাম, টিকা ও ওষুধে কর ছাড়ের আবেদন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠির জবাবে ১৬ টি টুইটের মাধ্যমে কেন্দ্রের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নিজের টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিটি তুলে ধরে নির্মলা সীতারামন বিশদভাবে উত্তর দিয়েছেন। ১৬ টি টুইটে নির্মলা যে যুক্তি দিয়েছেন তার নির্যাস, কোভিড পরিস্থিতিতে বহু জিনিসের উপর থেকেই আমদানি শুল্ক ও স্বাস্থ্যসেস তুলে নিয়েছে কেন্দ্র। এমনকি ছাড় দেওয়া হয়েছে জিএসটিতেও। তাঁর ব্যখ্যা, টিকায় ৫ শতাংশ ও ওষুধে ১২ শতাংশ কর বসানো জরুরি এই জিনিসগুলির দাম নিয়ন্ত্রণ সুনিশ্চিত করতেই।
1/ Hon. CM of West Bengal @MamataOfficial has written to the Hon @PMOIndia seeking exemption from GST/Customs duty and other duties and taxes on some items and COVID related drugs. My response is given in the following 15 tweets.@ANI @PIB_India @PIBKolkata pic.twitter.com/YmcZVuL7XO
— Nirmala Sitharaman (@nsitharaman) May 9, 2021
গত ৩ মে কেন্দ্রীয় সরকারের তরফে ‘কোভিড ছাড়’ হিসাবে যে সরঞ্জামগুলিতে ছাড় দেওয়া হয়েছে তার একটি তালিকাও নির্মলা পেশ করেছেন। সেখানে লিখেছেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গত ৩ মে সিদ্ধান্ত নিয়ে করোনা ছাড় হিসাবে এই দ্রব্যগুলির উপর থেকে আমদানি শুল্ক ও স্বাস্থ্যসেস তুলে নেওয়া হয়েছে। এর মধ্যে জিএসটি-ও রয়েছে। নির্মলা দাবি করেছেন, করোনা চিকিৎসার জন্য বিনামূল্যে বিতরণের যে জিনিসগুলি ব্যবহার করা হচ্ছে, সেগুলির উপর থেকে আমদানি শুল্ক, জিএসটি তুলে নেওয়া হয়েছে। বিনামূল্যে বিতরণের রেমডিসিভির ওষুধ, ইঞ্জেকশন থেকে শুরু করে মেডিক্যাল অক্সিজেন, অক্সিজেন দেওয়ার যন্ত্র, সবই রয়েছে। নিজের একটি টুইটে নির্মলা লিখেছেন, এই ছাড় উল্লিখিত সমস্ত দ্রব্যের জন্যই প্রযোজ্য, যেগুলি বিনামূল্যে আমদানি করা হচ্ছে বিনামূল্যে বিতরণ করার জন্য। রাজ্য সরকার, কোনও স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে যারাই বিনামূল্যে বিতরণ করতে চাইবে, তারাই ছাড় পাবে। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, করোনা টিকার ক্ষেত্রে ৫ শতাংশ এবং ওষুধ ও অক্সিজেনের ক্ষেত্রে ১২ শতাংশ কর রাখলে এগুলির দাম নিয়ন্ত্রণে থাকবে।
Advt
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be
spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...