করোনা সংক্রমণের পর এবার মহারাষ্ট্রের নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস। শুধুমাত্র মহারাষ্ট্রেই ২ হাজারের বেশি মানুষ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকার সতর্কতা জারি করেছে। একদিকে করোনার থাবা তার উপরে ব্ল্যাক ফাঙ্গাসের থাবা নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।
উদ্ধব সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে , যাঁরাই ওই রোগে আক্রান্ত হবেন, তাঁদের চিকিৎসার খরচ বহন করবে সরকার। মঙ্গলবার বিনামূল্যে চিকিৎসার এই ঘোষণা করেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।
জানা গিয়েছে,
‘ব্ল্যাক ফাঙ্গাস’ রোগের চিকিৎসায় মূল ছত্রাক-প্রতিরোধী ওষুধ ‘অ্যাম্ফোটেরিসিন বি’ ব্যবহার করা হচ্ছে। সেই ওষুধের দাম কমানোর কথাও ভাবছে মহারাষ্ট্র সরকার।
