করোনা যুদ্ধে এবার ভারতের পাশে দাঁড়ালেন স্মিথ, অ‍্যালান বর্ডার, ব্রেটলিরা

করোনার ( corona)দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারতবাসী। কোভিডের  দাপটে বিপর্যস্ত মানুষের জীবন। দেখা দিয়েছে অক্সিজেনের অভাব, টিকার অভাব, ওষুধের অভাব। এমন অবস্থায় ভারতের পাশে দাড়ালেন  স্টিভ স্মিথ( stive Smith ), অ্যালান বর্ডার(allan border ), মিচেল স্টার্করা। ইউনিসেফ অস্ট্রেলিয়া(unicef Australia) নামক একটি সংস্থার হয়ে ভারতের পাশে থাকার জন্য প্রচার করছেন এই ক্রিকেটাররা। সবাইকে ভারতের পাশে দাঁড়ানোর কথা বললেন স্মিথ, লিরা। ইতিমধ্যে ইউনিসেফের মাধ্যমে ভারতের পাশে থাকার বার্তাও দিয়েছেন তাঁরা।

ইউনিসেফ অস্ট্রেলিয়াকে অক্সিজেন কেনার জন‍্য অনুদান দেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্রেট লি। এর আগেও ভারতকে অক্সিজেন কিনতে অনুদান করেন লি। ইউনিসেফ অস্ট্রেলিয়ার হয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন কামিন্স, লি, হ্যাজেলউড, মার্নাস লাবুশানে। ভারতের পাশে থাকার জন্য সাহায্যও চেয়েছেন তাঁরা।

এর আগে ভারতে করোনা পরিস্থিতিতে অক্সিজেন কেনার জন‍্য অনুদান দিয়েছেন, প‍্যাট কামিন্স, ব্রেটলিরা। এবার ইউনিসেফ অস্ট্রেলিয়ার সংস্থার হয়ে ভারতে পাশে দাড়ালেন তাঁরা।

আরও পড়ুন:‘সুশীল কুমারের জন‍্য ভারতীয় কুস্তির বদনাম হল’,বললেন কুস্তিগিরের প্রশিক্ষক বীরেন্দ্র কুমার

Advt