কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ পরিস্থিতি গোয়ায়। অক্সিজেনের অভাবে গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে গত চার দিনে ৭৫ জন রোগীর মৃত্যু হয়েছে। বেড না পাওয়ায় হাসপাতালের মেঝেতেই শুয়ে রয়েছেন সারি সারি রোগী। এমনকি হাসপাতালের অব্যবস্থা এতটাই যে স্টোররুমেও ঠাসা করোনা রোগী।ইতিমধ্যে এই ঘটনায় মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, গোয়ার মুখ্যসচিব পরিমল রাই এবং হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহের দায়িত্বে থাকা নোডাল অফিসার শ্বেথিকা সাচানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গোয়া ফরোয়ার্ড দল ।

জানা গেছে, বৃহস্পতিবার গোয়া মেডিকাল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবের কারণে একদিনে ১৫ জন রোগীর মৃত্যু হয়। শুক্রবারও মারা যান ১৩ জন। মঙ্গলবার থেকেই এই মৃত্যুমিছিলের ঘটনা উঠে আসায় খবরের শিরোনামে উঠে আসে গোয়া মেডিকযাল কলেজ হাসপাতাল। এর আগে এই একই চিত্র ফুটে উঠেছিল রাজধানীতে। এবার সেই একই অব্যবস্থার ছবি উঠে এল বিজেপি শাসিত গোয়াতেও। গত কয়েকদিনে অক্সিজেনের সঙ্কট তীব্র হলেও কোনওরকম পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার। ফলে মঙ্গলবার ভোররাত থেকেই শুরু হয়েছে মৃত্যুমিছিল।

শুক্রবার ১৩ জন রোগীর মৃত্যুর পরই মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব এবং নোডাল অফিসারের নামে মামলা দায়ের করে গোয়া ফরোয়ার্ড দল। এই ঘটনায় গোয়ার বিজেপি সরকারকে তোপ দেগেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালাও। একটি প্রতিবেদনের ছবি টুইট করে গোয়া সরকার এবং মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন রণদীপ।
