Thursday, November 13, 2025

নাগরিকত্ব নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের: পুরনো আইনে নয়া পদক্ষেপ!

Date:

Share post:

সিএএ ছাড়াই নাগরিকত্বের সুযোগ ৫ রাজ্যের ১৩ জেলার অ-মুসলিম শরণার্থীদের। স্বরাষ্ট্রমন্ত্রকের গেজেট নোটিফিকেশন জারি।

করোনাকালে এবং পাঁচ রাজ্যের নির্বাচনে প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বারবার আশ্বাস দিয়েছেন অতিমারি পরিস্থিতি স্বাভাবিক না হলে সিএএ-এনআরসি (Caa-Nrc) নিয়ে কোনও সিদ্ধান্ত করবে না কেন্দ্র। কিন্তু দেশজুড়ে যখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে, তখনই সিএএ নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও কেন্দ্রের তরফে বলা হয়েছে ১৯৫৫ সালের আইন অনুযায়ী করা হয়েছে। ২৮ মে একটি গেজেট নোটিফিকেশন জারি করে আফগানিস্তান (Afghanistan), বাংলাদেশ (Bangladesh) এবং পাকিস্তান (Pakistan) থেকে আসা অ-মুসলিম শরণার্থীদের কাছে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনপত্র চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। গেজেট অনুযায়ী, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থান ও ছত্তিসগড়ের মোট ১৩টি জেলায় থাকা হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধদের মতো অ-মুসলিমদের থেকে নাগরকত্বের জন্য আবেদন চাওয়া হয়েছে। অনলাইনে আবেদন করতে হবে। জেলার কালেক্টর এবং পাঞ্জাব ও হরিয়ানার ক্ষেত্রে স্বরাষ্ট্রসচিব এই আবেদনপত্রগুলি খতিয়ে দেখবেন।

সিএএ (CAA) অনুযায়ী, আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের ভারতের নাগরিকত্ব প্রদানের কথা বলা হয়েছিল। কিন্তু সূত্রের খবর, সিএএ সংক্রান্ত নিয়ম এখনও তৈরি হয়নি। সেই কারণে আগের নাগরিকত্ব আইন অনুযায়ী জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়েছে, ১৯৫৫ সালের আইনের ১৬ নম্বর ধারায় দেওয়া ক্ষমতা প্রয়োগ করে ৫ নম্বর ধারা অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে।

সিএএ নিয়ে বিরোধীদের চরম বাধার মুখে পড়তে হয়েছিল মোদির সরকারকে। অ-বিজেপি দল ও মুসলিম সংগঠনগুলির তরফে এটিকে বিভেদ সৃষ্টিকারী আইন হিসেবে আখ্যা দেওয়া হয়। এই আইনের বিরোধিতায় দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ হয়। দিল্লির শাহিনবাগে অনেক মাস ধরে অবস্থান-বিক্ষোভ চলে।  এরপর করোনাকালে এই প্রসঙ্গে আর বেশি আলোচনা হয়নি। অমিত শাহ বিভিন্ন সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন এইসব নিয়ে অতিমারি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আলোচনা হবে। কিন্তু এরই মধ্যে গেজেট নোটিফিকেশন করল কেন্দ্র।

আরও পড়ুন- ‘রিলিজ নয়’, আলাপন- ইস্যুতে আজই দিল্লিকে চিঠি দিতে পারেন মুখ্যমন্ত্রী

Pp

Advt

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...